একজন সফল মানুষ তারাই যারা এই দুটি কাজ সঠিক সময় সমপন্ন করেতে পারেন । সেটা কি করে করতে পারেন । বা এই দুটি গুণ যদি সবার থাকতো তাহলে সবাই ভালো জীবন যাপন করেতে পারতো ।
আমারা যদি ইতিহাসের দিকে তাকাই তাহলে দেখতে পাবো যে কিছু মানুষ দিনে আয় করছে তিন (৩০০০) হাজার ডলারের চেয়েও বেশী । তাদের মধ্যে দুজন ছিলেনে ওয়ালটাড় ক্রাইসলার এবং চার্লস সোয়াব । তাহলে কি এরা চরম প্রতিভাবান ? নাকি সবজন্তা সমসের ? কেন ইতিহাসে এরা সবচেয়ে বেশী টাকা মাইনে পেল? হ্যাঁ অবাক হাবার মত ব্যাপার । সোয়াব কাজ করতো ইস্পাত কারখানায় । তাহলে কি ইস্পাত ভাল কি করে তৈরি করতে হয় সে ব্যাপারে সে সবার চাইতে অনেক অনেক বেশী জনতো ? কিন্ত সোয়াব বলেছিল না আমার চেয়েও অনেক আছেন যারা বেশী জানে । তাহলে কী করে আপনি বেশী মাইনে পাচ্ছেন ? এমন প্রশ্নের জবাবে এক সক্ষাতকারে তিনি আমেরিকার টাইম ম্যাগাজিনে বলেছিলেন আমাকে এই মাইনে দেওয়া হতো বিশেষ করে মানুষের সাথে বিশেষভাবে ব্যাবহার দক্ষতার জন্য । টাইম ম্যাগাজিনের সাক্ষাতকার জনতে চেয়েছিলেন এটা তিনি কেমন করে করে করেন । তিনি নিজের মুখে বলেছিলেন যেটা চীরকাল মনে গেথে রাখার মত কথা। তিনি যে কথা গুলো বলেছিলেন সেটা চীরকালিন সম্পদের মত প্রতিটা বাড়ী, স্কুল, বিশ্ববিদ্যালয়, দোকান -পাত, আদালত, অফিস, সাংস্কৃতিক মঞ্চ, সব কর্মস্থলে সোনায় ঢালায় করে টাংঙ্গিয়ে রাখা উচিত । দক্ষিণ এশিয়ায় শিশুরা ইংলিশ ব্যাকরণ শিখতে গিয়ে যে সময় ও টাকা নষ্ট করে তার পরিবর্তে যদি এই কথা গুলো মনে গেথে রাখতে পারে ও মেনে চলতে পারে তাহলে আমার বা আপনার জীবন ধারাও পালটে দিতে পারে ।
Post a Comment
Please do not link comment any spam or drive spams content