বাংলাদেশের স্বাধীনতা দিবস

Mymensingh Stadium Independence Day Celebration 2022 More you can watch here Here Live
Click to visit 

স্বাধীনতা পুরস্কার-২০২১ পান ডাঃ মৃন্ময় গুহ নিয়োগী, মধুপুর গড়ে 

স্বাধীনতা পুরস্কার-২০২১ পান ডাঃ মৃন্ময় গুহ নিয়োগী, মধুপুর গড়ে 
স্বাধীনতা পুরস্কার-২০২১ পান ডাঃ মৃন্ময় গুহ নিয়োগী, মধুপুর গড়ে 






(বাংলা: স্বাধীনতা দিবস স্বাধীনতা দিবস), ২৬ মার্চ অনুষ্ঠিত হয়, একটি জাতীয় ছুটির দিন। এটি ২৬ মার্চ ১৯৭১ সালের প্রথম দিকে পাকিস্তান থেকে দেশটির স্বাধীনতার ঘোষণাকে স্মরণ করে।

ইতিহাস  

প্রেসিডেন্ট ইয়াহিয়া খানের সামরিক সরকারের অধীনে ১৯৭০ সালের পাকিস্তানের সাধারণ নির্বাচনে, শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বৃহত্তম রাজনৈতিক দল আওয়ামী লীগ পূর্ব পাকিস্তানের জাতীয় আসনের পাশাপাশি প্রাদেশিক পরিষদে স্পষ্ট সংখ্যাগরিষ্ঠতা লাভ করে। জুলফিকার আলী ভুট্টো ইয়াহিয়া খানের সাথে ষড়যন্ত্র করেছিলেন এবং শেখ মুজিবের কাছে ক্ষমতা হস্তান্তর করতে অস্বীকার করে তাদের অবস্থান পরিবর্তন করেছিলেন। আলোচনা শুরু হয় কিন্তু আগরতলা ষড়যন্ত্র মামলার দৃষ্টিতে শেখ মুজিবকে ক্ষমতাসীন পশ্চিম পাকিস্তানী নেতৃত্ব আস্থাশীল করেননি। যখন এটা স্পষ্ট হয়ে উঠল যে, আগে দেওয়া প্রতিশ্রুতিগুলো বাস্তবায়িত হচ্ছে না, তখন সমগ্র বাংলাভাষী মুসলমান ও পূর্ব পাকিস্তানের হিন্দুরা স্বাধীনতার জন্য উদ্বেলিত সংগ্রাম শুরু করে। ১৯৭১ সালের ৭ মার্চ শেখ মুজিব রমনা রেসকোর্সে তার বিখ্যাত ভাষণ দেন যেখানে তিনি অসহযোগ আন্দোলনের ডাক দেন। 

কর্তৃপক্ষ, বেশিরভাগ পশ্চিম পাকিস্তানী সৈন্যরা বাঙ্গালী সশস্ত্র বাহিনীর অফিসার, এনসিও এবং তালিকাভুক্ত কর্মীদের দলবদ্ধ করে। জোরপূর্বক গুম হয়ে গেছে। ২৫ মার্চ সন্ধ্যায় ডেভিড ফ্রস্টের সাথে একটি সাক্ষাত্কারে, শেখ মুজিব তখনও খোলাখুলিভাবে আলোচনা এবং একটি অখণ্ড পাকিস্তানের আহ্বান জানান। সেই রাতে পাকিস্তানি সেনারা রাস্তায় নেমে হত্যা করে এবং অপারেশন সার্চলাইট শুরু করে। এটা আনুষ্ঠানিক ছিল, তারা শেখ মুজিবুর রহমানের নেতৃত্বাধীন আওয়ামী লীগের কাছে রাজনৈতিক ক্ষমতা শান্তিপূর্ণভাবে হস্তান্তরের জন্য প্রস্তুত ছিল না। 

Mymensingh Stadium Independence Day Celebration 2022 Live You can watch 

বাংলাদেশের স্বাধীনতা ২৬ মার্চ ১৯৭১ তারিখে শেখ মুজিবুর রহমান কর্তৃক প্রথম প্রহরে ঘোষণা করা হয়।  মেজর জিয়া (যিনি সেক্টর ০১  এবং পরে সেক্টর ১১-এর একজন BDF সেক্টর কমান্ডার ছিলেন) একটি স্বাধীন জেড ফোর্স ব্রিগেড গঠন করেন।, চট্টগ্রাম এবং গেরিলা সংগ্রাম আনুষ্ঠানিকভাবে শুরু হয়। বাংলাদেশের জনগণ তখন পাকিস্তান থেকে স্বাধীনতা লাভের জন্য যুদ্ধে অংশ নেয়। পাকিস্তান সেনাবাহিনী এবং আধাসামরিক রাজাকার সহ তাদের সহযোগীদের বিরুদ্ধে নয় মাসের গেরিলা যুদ্ধের মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতা অর্জিত হয়েছিল যার ফলে প্রায় ৩০ লাক  মানুষ মারা গিয়েছিল, আওয়ামী লীগ এবং ভারতীয় সূত্র অনুসারে, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে এবং বাংলাদেশ। গণহত্যা। BDF, পরে ভারতের সামরিক সহায়তায় পাকিস্তানের আত্মসমর্পণের পর ১৬ ডিসেম্বর ১৯৭১ সালে যুদ্ধের সমাপ্তি পাকিস্তান সেনাবাহিনীকে পরাজিত করে।   

উদযাপন

স্বাধীনতা দিবস সাধারণত কুচকাওয়াজ, রাজনৈতিক বক্তৃতা, মেলা, কনসার্ট, অনুষ্ঠান এবং বাংলাদেশের ইতিহাস ও ঐতিহ্য উদযাপনকারী অন্যান্য সরকারি ও বেসরকারি অনুষ্ঠানের সাথে যুক্ত। টিভি এবং রেডিও স্টেশনগুলি স্বাধীনতা দিবসের সম্মানে বিশেষ অনুষ্ঠান এবং দেশাত্মবোধক গান সম্প্রচার করে। সাধারণত, সকালে একত্রিশ বন্দুকের স্যালুট দেওয়া হয়। প্রধান সড়কগুলো জাতীয় পতাকায় সজ্জিত। ঢাকার অদূরে সাভারে জাতীয় শহীদ স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন সহ বিভিন্ন রাজনৈতিক দল ও আর্থ-সামাজিক সংগঠন দিবসটি যথাযথভাবে পালনের জন্য কর্মসূচি গ্রহণ করে।

Google তাদের bd ডোমেনে ২৬  মার্চ ২০১৭  তারিখে বাংলাদেশের স্বাধীনতা দিবসের স্মরণে একটি ডুডল প্রদর্শন করেছে। একই বছর ভারতের ত্রিপুরায় সেখানে নিযুক্ত বাংলাদেশের ডেপুটি হাইকমিশনার কর্তৃক উদযাপনের আয়োজন করা হয়।

২০২১ পাকিস্তান থেকে বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী চিহ্নিত করে 

স্বাধীনতা পুরস্কার

স্বাধীনতা দিবস পুরষ্কার, যা স্বাধীনতা দিবসের প্রাক্কালে বাংলাদেশের নাগরিক বা সংস্থাগুলিকে দেওয়া হয়, এটি ২৬ শে মার্চ। ১৯৭৭ সালে প্রতিষ্ঠিত এই বার্ষিক পুরস্কারটি স্বাধীনতা যুদ্ধ, ভাষা আন্দোলন, শিক্ষা, সাহিত্য, সাংবাদিকতা, জনসেবা, বিজ্ঞান-প্রযুক্তি, চিকিৎসা বিজ্ঞান, সমাজ বিজ্ঞান, সঙ্গীত, খেলাধুলা, চারুকলা, গ্রামীণ বিভিন্ন ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদানের জন্য দেওয়া হয়। উন্নয়ন, এবং অন্যান্য ক্ষেত্র

২০১৬ সালে, মোট ১৫ জন স্বনামধন্য ব্যক্তিত্ব তাদের নিজ নিজ ক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ স্বাধীনতা পুরস্কারে ভূষিত হয়েছেন। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুরস্কার তুলে দেন। পুরস্কারপ্রাপ্তরা হলেন- তৎকালীন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, সাবেক পাট ও বস্ত্রমন্ত্রী এম ইমাজউদ্দিন প্রামানিক, প্রয়াত মৌলভী আসমত আলী খান, স্কোয়াড্রন লিডার (অব.) বদরুল আলম, সাবেক পুলিশ সুপার শহীদ শাহ আবদুল মজিদ, এম আবদুল আলী, এ কে এম আব্দুর রব। রউফ, কে এম শিহাব উদ্দিন, সৈয়দ হাসান ইমাম, প্রয়াত রফিকুল ইসলাম, আবদুস সালাম, প্রয়াত অধ্যাপক ডাঃ মাকসুদুল আলম, ডাঃ মোহাম্মদ রফি খান, কবি নির্মলেন্দু গুণ, রেজওয়ানা চৌধুরী বন্যা।  

১০ জন স্বনামধন্য ব্যক্তিত্ব ও একটি প্রতিষ্ঠানকে স্বাধীনতা পুরস্কার-২০২০ প্রদান করা হয়েছে। গোলাম দস্তগীর গাজী এমপি, কমান্ডার আব্দুর রউফ (মরণোত্তর), মোঃ আনোয়ার পাশা (মরণোত্তর), আজিজুর রহমান, অধ্যাপক ডাঃ মোঃ ওবায়দুল কবির চৌধুরী, অধ্যাপক ডাঃ এ কে এম এ মুক্তাদির, এসএম রইজ উদ্দিন আহমেদ, কালীপদ দাস, ফেরদৌসী মজুমদার, এবং ভারতেশ্বরী। পুরস্কার

অন্যদিকে, স্বাধীনতা পুরস্কার-২০২১-এর জন্য নয় ব্যক্তি ও একটি প্রতিষ্ঠানকে ভূষিত করেছে সরকার। এ কে এম বজলুর রহমান, শহীদ আহসানউল্লাহ মাস্টার, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) খুরশিদ উদ্দিন আহমেদ এবং আখতারুজ্জামান চৌধুরী বাবু তখন পুরস্কারপ্রাপ্তরা ছিলেন এবং অন্যান্য পুরস্কারপ্রাপ্তরা হলেন ডাঃ মৃন্ময় গুহ নিয়োগী, মহাদেব সাহা, আতাউর রহমান, গাজী মাজহারুল আনোয়ার, ডা. হোসেন 


আমাদের লেখা আপনার কেমন লাগছে ও আপনার যদি কোন প্রশ্ন থাকে তবে নীচে কমেন্ট করে জানান । আপনার বন্ধুদের কাছে পোস্টটি পৌঁছে দিতে দয়া করে শেয়ার করুন ।   কোন সাজেশন থাকলে নির্ধিদায় আমাদের কে জানান, কমেন্টস করুন । পুরো পোস্ট টি পড়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ  ।

References


 "Bangladesh Awami League". Banglapedia. Retrieved 16 April 2017.

 "Declaration of Independence". Banglapedia. Retrieved 16 April 2017.

 "The emergence of Bangladesh". The Daily Star. 21 March 2017. Retrieved 16 April 2017.

 "Operation Searchlight". Banglapedia. Retrieved 14 July 2019.

 "Bangabandhur Shadhinota Ghoshonar Telegraphic Barta". BDNews24. Retrieved 31 March 2017.

 সংযোজনস্বাধীনতার ঘোষণা: বেলাল মোহাম্মদের সাক্ষাৎকার. bdnews24.com.

 "Archived copy" (PDF). Archived from the original (PDF) on 5 October 2015. Retrieved 5 April 2018.

 "March 27, 1971: Zia makes radio announcement on independence". The Daily Star. 27 March 2018. Retrieved 27 March 2018.

 "Radio Interview". YouTube. Retrieved 27 July 2015.

 "Bangladesh remembers martyrs on 46th Independence Day". Canindia News. Retrieved 16 April 2017.

 Ziauddin Choudhury (16 December 2007). "Remembering December 16, 1971". The Daily Star.

 "Bangladesh Air Force, 15 individuals win Independence Award 2017". bdnews24.com. Retrieved 16 April 2017.

 "Google Doodle celebrates Bangladesh's Independence Day". Dhaka Tribune. 26 March 2017. Retrieved 16 April 2017.

 "Bangladesh's Independence Day observed in Tripura". The Daily Star. 1 April 2017. Retrieved 16 April 2017.

 "Bangladesh set to celebrate Independence Day Friday UNB". Dhaka Tribune. 25 March 2021. Retrieved 25 March 2021.

 "Bangladesh Air Force, 15 individuals win Independence Award 2017". bdnews24.com. Retrieved 16 April 2017.

 "Air Force, 15 personalities get Independence Award". Dhaka Tribune. 23 March 2017. Retrieved 16 April 2017.

 "National Awards". Banglapedia. Retrieved 16 April 2017.




Post a Comment

Please do not link comment any spam or drive spams content

Previous Post Next Post