মোবাইল নেটওয়ার্ক, ইন্টারনেট ছাড়া যোগাযোগ করবেন যেভাবে


বিশ্বের অন্যতম জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্মের মধ্যে হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, টেলিগ্রাম। দুর্যোগের সময় মোবাইল নেটওয়ার্ক বা ইন্টারনেট না থাকলে এসব অ্যাপ ব্যবহার করা যায় না। তবে গুগল প্লেতেই এমন একটি অ্যাপ রয়েছে, যা মোবাইল নেটওয়ার্ক বা কোনো ইন্টারনেট ছাড়াই ব্যবহার করতে পারবেন।


অ্যাপটি হচ্ছে ব্যারিয়ার। এটি ব্যবহার করতে শুরুতেই গুগল প্লে থেকে অ্যাপটি ডাউনলোড করে নিতে হবে। যাদের ফোনে অ্যাপটি রয়েছে শুধু তাদের সঙ্গেই বার্তা আদান প্রদান করতে পারবেন। দেখে নেওয়া যাক কিভাবে এটি কাজ করে এবং কিভাবে ব্যবহার করবেন।


*প্রথমে গুগল প্লে স্টোর থেকে অ্যাপটি ডাউনলোড করে নিন।


* এরপর অ্যাপ ওপেন করে আপনার নাম ও পাসওয়ার্ড দিয়ে একটি অ্যাকাউন্ট খুলে নিন।


*এরপর অ্যাপের নিচে ডানে একটি প্লাস চিহ্ন দেখতে পাবেন ক্লিক করুন।


* এখানে দুটি অপশন পাবেন, একটি ‘অ্যাড কন্টাক্ট অ্যাট এ ডিসটেন্স’। অন্যটি ‘অ্যাড কন্টাক্ট নেয়ারবাই’। যার সঙ্গে যোগাযোগ করবেন সে দূরে থাকলে প্রথম অপশনটি সিলেক্ট করুন।


* এবার এখানে আপনার কন্টাক্টের লিঙ্ক পাবেন তাকে পাঠান এবং তার লিঙ্কটি আপনার অ্যাপে সেট করুন।


* কাছাকাছি হলে ‘অ্যাড কন্টাক্ট নেয়ারবাই’ সিলেক্ট করে কোড স্ক্যান করেই কানেক্ট হতে পারবেন।


* ব্লুটুথ কানেকশন অন করতে বলবে, অন করুন। ডিভাইস লিঙ্ক হয়ে যাবে।


*এবার মেসেজ অপশনে গিয়ে বার্তা আদান প্রদান করতে পারবেন।

Post a Comment

Please do not link comment any spam or drive spams content

Previous Post Next Post