কোনখানে কোন গাছ লাগানাে উচিত তা’ জানা থাকলে আমাদের কৃষি কাজের জন্য ভালাে। পরিবেশের ভালােরাখার জন্য। সে কারণে নিচে একটি তালিকা দেয়া হলাে।

$$ রাস্তার পাশে যে গাছ লাগাতে হয় -
মেহগনি, শিশু, মিনজিরি, আকাশমনি, বাবলা, অর্জুন, জারুল, তেঁতুল, বড়ই, রেইনট্রি। যে সব রাস্তায় গাড়ি-ঘােড়া কম চলে সেখানে আম, জাম, কাঁঠালগাছ লাগানো যায়

$$সমুদ্র এলাকার কাছাকাছি যে গাছ লাগাতে হয় - --
রেইনট্রি, মান্দার, বাবলা, শিশু, খেজুর, ঝাউ, কড়ই, নারিকেল, সুপারি, বাইন, কাঁকড়া, করনজা, কাঠবাদাম, পুন্যাল, ইপিল-ইপিলগাছ লাগানাে যেতে পারে

$$ বসতবাড়ির আঙিনায় গাছ লাগানাের কয়েকটি নিয়ম মানতে হয়।
উত্তর-পশ্চিমে উঁচু বড় গাছ ও দক্ষিণ-পূর্ব-দিকে নিচু বা মধ্যম আকারের গাছ লাগাতে হয় ।
এতে করে ঘরে পরিমাণ মতাে সূর্যের আলাে পাওয়া যায়। সেই সাথে আলাে-বাতাস যথাযথভাবে আসা-যাওয়া করতে পারে।

$$বাড়ির পাশে নীচু কর্দমাক্ত এলাকায়, ছােট নালার পাশে যে গাছ লাগাতে হয় -
হিজল, মান্দার, পলাশ, পিটালি, অর্জুন, বহেরা, রেইনট্রি, ছাতিম, কদম, জারুল, জাম, আম, খেজুর, পিতরাজ, কানজল, সােনালু, বরুন, শিশু, জলপাই গাছ লাগাতে পারেন।

(সূত্র- ন্যাশনাল ইনস্টিটিউট অব লােকাল গভর্নমেন্ট থেকে প্রকাশিত বই- বৃক্ষরােপণ ও পরিচর্যা ম্যানুয়েল)
Translation English ----------------------------------
Knowing where to plant a tree is good for our agricultural work. For the betterment of the environment. That is why a list is given below.

Roadside trees -

Mahogany, Shishu, Minjiri, Akashmani, Babla, Arjun, Jarul, Tamarind, Borai, Raintree. Mango, blackberry and jackfruit trees can be planted on the roads where there is less traffic. Trees to be planted near the sea area - - Raintree, mandar, acacia, baby, date, zhao, kadai, coconut, betel nut, bain, crab, cornja, almond, punyal, epil-epil can be planted. There are a few rules to follow when planting trees in the backyard. Large tall trees are planted in the north-west and low or medium sized trees in the south-east. In this way, the amount of power in the house can be found in the sun. At the same time, the air can come and go properly. In the low muddy area next to the house, the tree to be planted next to the six drains - You can plant Hijal, Mandar, Palash, Pitali, Arjun, Bahera, Raintree, Chatim, Kadam, Jarul, Jam, Mango, Date, Pitraj, Kanjal, Senalu, Varun, Shishu, Olive trees.
(Source - Book published by National Institute of Local Government - Tree Planting and Care Manual)





Post a Comment

Please do not link comment any spam or drive spams content

Previous Post Next Post