কোনখানে কোন গাছ লাগানাে উচিত তা’ জানা থাকলে আমাদের কৃষি কাজের জন্য ভালাে। পরিবেশের ভালােরাখার জন্য। সে কারণে নিচে একটি তালিকা দেয়া হলাে।
$$ রাস্তার পাশে যে গাছ লাগাতে হয় -
মেহগনি, শিশু, মিনজিরি, আকাশমনি, বাবলা, অর্জুন, জারুল, তেঁতুল, বড়ই, রেইনট্রি। যে সব রাস্তায় গাড়ি-ঘােড়া কম চলে সেখানে আম, জাম, কাঁঠালগাছ লাগানো যায় ।
$$সমুদ্র এলাকার কাছাকাছি যে গাছ লাগাতে হয় - --
রেইনট্রি, মান্দার, বাবলা, শিশু, খেজুর, ঝাউ, কড়ই, নারিকেল, সুপারি, বাইন, কাঁকড়া, করনজা, কাঠবাদাম, পুন্যাল, ইপিল-ইপিলগাছ লাগানাে যেতে পারে।
$$ বসতবাড়ির আঙিনায় গাছ লাগানাের কয়েকটি নিয়ম মানতে হয়।
উত্তর-পশ্চিমে উঁচু বড় গাছ ও দক্ষিণ-পূর্ব-দিকে নিচু বা মধ্যম আকারের গাছ লাগাতে হয় ।
এতে করে ঘরে পরিমাণ মতাে সূর্যের আলাে পাওয়া যায়। সেই সাথে আলাে-বাতাস যথাযথভাবে আসা-যাওয়া করতে পারে।
হিজল, মান্দার, পলাশ, পিটালি, অর্জুন, বহেরা, রেইনট্রি, ছাতিম, কদম, জারুল, জাম, আম, খেজুর, পিতরাজ, কানজল, সােনালু, বরুন, শিশু, জলপাই গাছ লাগাতে পারেন।
(সূত্র- ন্যাশনাল ইনস্টিটিউট অব লােকাল গভর্নমেন্ট থেকে প্রকাশিত বই- বৃক্ষরােপণ ও পরিচর্যা ম্যানুয়েল)
Translation English ----------------------------------
Knowing where to plant a tree is good for our agricultural work. For the betterment of the environment. That is why a list is given below.
Roadside trees -
(Source - Book published by National Institute of Local Government - Tree Planting and Care Manual)
Post a Comment
Please do not link comment any spam or drive spams content