"যারা শরীর বধ/বিনাশ করতে পারে; কিন্তু আত্না বধ/বিনাশ করতে পারেনা  তাদের কে ভয় করোনা । কিন্তু যিনি শরীর ও আত্না উভয়কেই বিনাশ করতে পারে , বরং তাকেই ভয় করো ।"
'কারণ এই পৃথীবি আমাদের চিরস্থায়ী আবাস নয় আমাদের চিরস্থায়ী আবাস আগামীর নগরে ।' 

"কেননা ঈশ্বর আমাদেরকে ভীরুতার আত্না দেন নি ।কিন্তু শক্তির প্রেমের ও সুবুদ্ধির আত্না দিয়েছেন ।"

"তোমাদের আচার ব্যাবহার ধন সম্পদের প্রতি আসক্তবিহীন হোক ; তোমাদের যা আছে তাতেই সন্তুষ্ট থাক ; কারণ সৃষ্টিকর্তা বলেছেন 
"আমি কোন ক্রমে তোমাকে ছাড়িবো না, ও কোন ক্রমে তোমাকে ত্যাগ করিবনা । "
'তাই আমরা সাহস করে বলতে পারি 
"প্রভু আমার সাহস, আমি ভয় করিবো না । 
মনুষ্য আমার কি করিবে ? "
সৃষ্টিকর্তা কাল , আজ এবং আগামী ভবিষ্যতেও আছেন থাকবেন  অনন্তকাল। তিনিই একমাত্র যিনি অনন্তকাল থাকবেন ।' 
"যা বিনামূল্যে পাওয়া তা বিনামূল্যে দান করাই উত্তম । তবে সাপের ন্যায় সতর্ক থেকো আরে কবুতরের মতো অমায়িক হও । কিন্তু যে শেষ পর্যন্ত সৃষ্টিকর্তার নামে স্থির থাকবে সে বা তারাই কেবল পরিত্রাণ পাবে ।" 
"যে কেউ যদি নিজের আপন ক্রশ নিজে বহন করে আমার পিছনে না আসে , সে আমার যোগ্য নয়।" 

"ভাতৃপ্রেম স্থির থাকুক । আমাদের অতিথি সেবা ভুলে গেলে চলবেনা ,কেননা অতিথি সেবা করে কেউ না কেউ না জানিয়া দূতগনেরও সেবা করেছেন। নিজেদেরকে সহবন্দি মনে করে যারা জেলখানায় বা বিভিন্ন জায়গায় বন্দি আছে তাদের কে স্মরণ করিও। নিজেদেরকে দেহবাসী মনে করে দুর্দশাপন্ন সকলকে আপন মনে স্মরণ করো। উপকার ও সহভাগীতার কাজগুলিকে  ভুলে গেলে চলবেনা, কারণ সেই প্রকার যজ্ঞে সৃষ্টি কর্তা প্রীত হন ।  " 






সত্যিয় তাই সত্যিই তাই সত্যিই তাই 


















সত্যিই তাই সত্যিই তাই সত্যিই তাই 






Post a Comment

Please do not link comment any spam or drive spams content

Previous Post Next Post