গারো আদিবাসীদের মধ্যে প্রথম বিশপ হন মধুপুর গড় থেকে। বাংলাদেশের ইতিহাসে গারো আদিবাসী প্রথম বিশপ হন যা কিনা এই টাংগাইল জেলার উপজেলা মধুপুর এর জন্য এক গর্বের বিষয় । বিশপ পৌল পনেক কুবি সি. এস. সি. ।  বাংলাদেশে গারো আদিবাসীদের খ্রীষ্টান এর হার প্রায় ৯৮% । তাই বাংলাদেশের আদিবাসী হিসেবে ক্যাথলীক সম্প্রদায়ের জন্য প্রথম গারো বিশপ হিসেবে  ইতালীর রাজধানী  ভাটিকান থেকে  ২০০৩ খ্রীষ্টাব্দে ২৫ শে ডিসেম্বর রেভা ফাদার পনেন পল কুবি সি.এস.সি. কে অক্সিলারী বিশপ নির্বাচিত করেন । পরবর্তিতে তিনি ২০০৪ খ্রীষ্টাব্দে ১৩ ফেব্রুয়ারি  অস্কিলারী বিশপ পদে অভিষিক্ত হন । তিনি বাংলাদেশেরে মধ্যে আদিবাসী গারোদের মধ্যে প্রথম বিশপ । উল্লেখ্য যে ২০০৬ খ্রীষ্টাব্দে ০১ সেপ্টেম্বর তিনি পূর্ণ বিশপ পদে অভিসিক্ত হন । আদিবাসীদের মধ্যে প্রথম গারো বিশপ পনেন পল কুবি সি.এস.সি এর যোগ্য নেতৃত্বে টাংগাইল জেলা সহ  ময়মনসিংহ  ধর্মপ্রদেশের  ধর্মীয়, সামাজিক, শিক্ষা সাংস্কৃতিক ও আধ্যাতিক  কার্যক্রম  পূর্নরুপে বৃ্দ্ধি পাচ্ছে । খ্রীষ্টভক্তের সংখ্যা ৮৫০০০ হাজার প্রায় ধর্মপল্লী প্রায় ১২ থেকে ১৮  । শিক্ষা প্রসারের জন্য প্রাসারের জন্য প্রাইমারী , উচ্চবিদ্যালয়, নটরডেম কলেজ সহ বিভিন্ন শিক্ষা কার্যক্রম পরিচালনা করছেন । 


উল্লেখ্য যে ময়মনসিংহ ধর্মপ্রদেশ  ১৯৮৭ খ্রীষ্টাব্দের ৮  সেপ্টেম্বর প্রতিষ্ঠিত হয় । পূর্বে বহত্তর  ময়মনসিংহ ধর্মপ্রদেশ ঢাকা ধর্মপ্রদেশের অন্তরভুক্ত ছিল । ইতালীর রাজধানী ভাটিকান পোপ দ্বিতীয় জন পল ময়মনসিংহের গারো আঞ্চলকে ১৫ মে ১৯৯৭ খ্রীষ্টাব্দে আলাদা ধর্মপ্রদেশ হিসেবে ঘোষণা করেন ।  স্বর্গীয় রেভাঃ ফাদার ফ্রান্সিস এ গমেজ কে ১৯৯৭ এর ৯ সেপ্টেম্বর ময়মসিংহ ধর্মপ্রদেশের বিশপ হিসেবে নিযুক্ত করেন । বাংলাদেশের ময়মনসিংহ ধর্মপ্রদেশের প্রথম বিশপ হলেন স্বর্গীয় বিশপ ফ্রান্সিস এ গমেজ । 




Post a Comment

Please do not link comment any spam or drive spams content

Previous Post Next Post