আপনার চারিত্রিক বৈশিষ্ট্য কেমন? কোনও সম্পর্কে আপনি কেমন পার্টনার? 


এই সবই বোঝা সম্ভব একটি ছবির মধ্যে দিয়েই! শুনতে অবাক লাগছে? 


সম্প্রতি বিশেষজ্ঞ ও মনোবিদরা এমনই এক অপটিক্যাল ইলিউশন (Optical Illusion) নিয়ে চর্চা শুরু করেছেন। তাঁদের মতে, এই ছবিটিতে আপনার পর্যবেক্ষণই বলে দেবে উপরোক্ত প্রশ্নের উত্তর!

আপনি নিজেই বুঝে নিতে পারবেন আপনি কেমন। অপটিক্যাল ইলিউশন (Optical Illusion) হল এমনই একটি ছবির ধাঁধা যা সবসময় আপনার পর্যবেক্ষণ ক্ষমতাকে চ্যালেঞ্জ করে থাকে। ছবির মধ্যেই লুকিয়ে থাকে এমন কিছু জিনিস যা খুঁজে বের করাই আপনার কাছে চ্যালেঞ্জ হয়ে ওঠে।

কখনও নির্দিষ্ট সময়ের মধ্যে খুঁজে বের করার চ্যালেঞ্জ থাকে, আবার কখনও লুকিয়ে থাকা ছবির মর্ম খোঁজার চ্যালেঞ্জ থাকে। নেট পাড়ায় ছড়িয়ে থাকে এমনই বহু অপটিক্যাল ইলিউশন (Optical Illusion) । আবার এমন কিছু ইলিউশন থাকে যা শুধু আপনার পর্যবেক্ষণ ক্ষমতা বিচার করে তা নয়, পাশাপাশি আপনার চারিত্রিক বৈশিষ্ট্য আপনার সামনে আয়না হিসেবে ধরে।

সম্প্রতি এমনই এক অপটিক্যাল ইলিউশন ভাইরাল হয়েছে নেট দুনিয়ায়। ছবির মধ্যেই লুকিয়ে আছে পাঁচ পাঁচটি ছবি! হ্যাঁ যে ইলিউশনটি আপনি দেখতে পাচ্ছেন তার মধ্যে উঁকি দিচ্ছে পাঁচটি ছবি। এখন আপনার কাছে চ্যালেঞ্জ এটাই আপনি প্রথম ঝলকে কী দেখতে পেলেন?

 READ MORE:এই জঙ্গলে হাতি লুকিয়ে আছে! খুঁজে দেখুন তো একবার

আপনার প্রথম দর্শনের ওপরই নির্ভর করছে আপনার পর্যবেক্ষণ ও চারিত্রিক বৈশিষ্ট্য। শুধু তাই নয়, মনোবিদ ও বিশেষজ্ঞদের তৈরি করা এই ইলিউশন বলে দেবে আপনি কোনও সম্পর্কে পার্টনার হিসেবে কতটা দুর্বল।

এবার আসা যাক এই ছবির মধ্যে লুকিয়ে থাকা পাঁচটি ছবি কী কী? (Optical Illusion)

$মা ও তাঁর বাচ্চা

$একটা লোক গাছ থেকে ফল পারছেন

$গাছের মধ্যে একটা মানুষের মুখ

$পাখির ঝাঁক

$একটা শান্তিপূর্ণ মানুষের মুখ


ইলিউশনটির মধ্যে লুকিয়ে আছে এই পাঁচটি ছবি। এবার আসা যাক আপনার দেখার বিচারে। বিশেষজ্ঞদের মতে, আপনি যদি প্রথমেই ছবিতে ‘একটা শান্তিপূর্ণ মানুষের মুখ’ দেখতে পেয়ে থাকেন তাহলে আপনি এমন মানুষ যিনি তাঁর সম্পর্কে নিজের নিয়ন্ত্রণ রাখতে পছন্দ করেন। পাশাপাশি আপনি খুব বুদ্ধিমান, স্মার্ট, এবং খুব চতুরভাবে ভাবনা চিন্তা করে কাজ করে থাকেন। কোনও পরিস্থতি খুব সুন্দরভাবে ভাবতে ও পর্যবেক্ষণ করতে পারেন। সবসময় জীবনে শান্তি খোঁজেন। আপনি আপনার সম্পর্কে অন্য মানুষটার জন্য চিন্তা করেন।

READ MORE: এই জঙ্গলে হাতি লুকিয়ে আছে! খুঁজে দেখুন তো একবার

এবার আসা যাক দ্বিতীয় ছবিতে। আপনি যদি ছবিতে ‘গাছের মধ্যে একটা মানুষের মুখ’ প্রথম লক্ষ্য করে থাকেন তাহলে আপনি সামাজিক অনুষ্ঠান একেবারেই পছন্দ করে থাকেন না। আপনি দূর থেকে লোকেদের পর্যবেক্ষণ করতে আরও স্বাচ্ছন্দ্য বোধ করেন। আপনি লাজুক প্রকৃতির মানুষ। আপনি যদি সত্যিই একটা মধুর সম্পর্ক গড়ে তুলতে চান তাহলে আপনাকে নিজেকে ভাঙতে হবে। আড়ষ্টতার খোলস থেকে বেরিয়ে নমনীয় হতে হবে। নিজের কমফোর্ট জোন ছেড়ে বেরিয়ে আসতে পারলেই আপনি যেকোনও সম্পর্ককে অন্য উচ্চতায় নিয়ে যেতে পারবেন।

তৃতীয় ছবির কথায় আসা যাক। আপনি যদি ছবিতে পাখির ঝাঁক লক্ষ্য করে থাকেন প্রথমেই তাহলে আপনি একজন এমন মানুষ যিনি সহজেই বিভ্রান্ত হয়ে পড়েন। কোনও বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার বিষয়ে দ্বিধান্বিত থাকেন। এমনকি অবাস্তব স্বপ্ন দেখতে ভালোবাসেন। স্বপ্নের জগত থেকে বেরোলেই আপনি আপনার সম্পর্ককে আরও সুন্দর করে তুলতে পারবেন।

আপনি যদি প্রথমেই মা ও ছেলেকে দেখতে পান ছবির মধ্যে, তাহলে বুঝবেন আপনি খুবই পারিবারিক ব্যক্তি। পরিবারের মতামত আপনার কাছে বেশি গুরুত্ব পায়। আপনি আপনার পরিবারকে অগ্রাধিকার দেন এবং আপনার জন্য তারা আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। আপনার পেশাগত বা ব্যক্তিগত চিন্তা ভাবনার মধ্যে পরিবারের মতামত বেশি গুরুত্ব পেয়ে থাকে। আপনি কীভাবে অন্যদের সঙ্গে বন্ধুত্ব বা সম্পর্ক গড়ে তুলবেন তাও আপনার পরিবারের মতামতের ওপর নির্ভর করে। তবে আপনার জীবন সঙ্গী বাছার ক্ষেত্রে পরিবারের মতামতের পাশাপাশি নিজের মতামতটাও গুরুত্ব সহকারে ভাবুন।

Read More:দাম্পত্যে অশান্তি এড়াতে যা করবেন

শেষ ছবি, ‘একটা লোক গাছ থেকে ফল পারছেন’ যদি আপনার প্রথম লক্ষ্যনীয় বিষয় হয় তাহলে আপনি মানুষের হিসেবে নিজের পেশাগত জায়গায় খুবই উচ্চাভিলাষী। শৈশব থেকেই আপনি নিজের ক্যারিয়ার নিয়ে খুবই উচ্চাকাঙ্ক্ষা পোষণ করে থাকেন। ক্যারিয়ারে আপনি এগিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আরও বেশি দৃঢ়তা অর্জন করেছেন। আরও বাস্তববাদী হয়ে উঠেছেন। তবে আপনি আপনার সম্পর্কের ক্ষেত্রে উদাসীন। আপনার পার্টনারকে কম মনোযোগ দেন।

আমাদের লেখা আপনার কেমন লাগছে ও আপনার যদি কোন প্রশ্ন থাকে তবে নীচে কমেন্ট করে জানান । আপনার বন্ধুদের কাছে পোস্টটি পৌঁছে দিতে দয়া করে শেয়ার করুন ।   কোন সাজেশন থাকলে নির্ধিদায় আমাদের কে জানান, কমেন্টস করুন । পুরো পোস্ট টি পড়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ  ।



Post a Comment

Please do not link comment any spam or drive spams content

Previous Post Next Post