বিশ্বের সবচেয়ে বড় নদী, তবু কোনও ব্রিজ নেই আমাজনের উপর! কেন জানেন

 আমাজন নদী (Amazon River) হল পৃথিবীর সবচেয়ে বড় নদী। দ্বিতীয় দীর্ঘতম নদী। বিশ্বের যেকোন নদীর থেকে এই নদীতে সবচেয়ে বেশি মিঠে জল পাওয়া যায়

শুধু তাই নয়, বৃহত্তম প্রজাতির নদী ডলফিন আছে এই আমাজনের বুকেই। একটি নদীর মধ্যে এত বৈচিত্র্য থাকা সত্ত্বেও কিছু রয়েছে যা এই নদীতে নেই। কী সেটা? ব্রিজ!

READ MORE: ফুল নয়, জ্য়ান্ত সাপের মালাবদল করলেন বিয়ে ! দেশজুড়ে তোলপাড়

ঠিকই পড়েছেন এই বৃহৎ নদীর ওপর কোনও ব্রিজ নেই। আমাজন (Amazon River) বিশ্বের তিনটি দেশের মধ্যে দিয়ে গেছে। ব্রাজিল, পেরু ও কলম্বিয়া। এই নদীর অববাহিকার বুকে ৩ কোটি মানুষ বসবাস করেন। কেন মানুষের বসবাস থাকা সত্ত্বেও এই নদীর ওপর কোন সেতু নেই। কিন্তু কেন? বিস্তৃত জলাভূমি ও রেইনফরেস্ট (Rain Forest) থাকার কারণে কি পরিকাঠামো গড়া সম্ভব নয়? নাকি প্রচেষ্টাই করা হয়নি কখনও?



৬ হাজার ৯০০ কিলোমিটার দীর্ঘ এই আমাজনের (Amazon River) বেশিরভাগ অববাহিকাতেই কম ঘন বসতির এলাকা রয়েছে। তাই এখানে কোনও সেতুর সঙ্গে যোগাযোগ করার জন্য কোনও বড় রাস্তা নেই। নদীর অববাহিকায় যেসব মানুষ বসবাস করেন, তাঁরা পারাপারের জন্য মূলত নৌকা ব্যবহার করে থাকেন। তাই এই নদীর ওপর কোনও সেতু নির্মাণ করার তাগিদ কম। সুইস ফেডারেল ইনস্টিটিউট অফ টেকনোলজি (ইটিএইচ) জুরিখের স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার ওয়াল্টার কাফম্যানের কথায়, ‘আমাজনের ওপর সেতু নির্মাণের ক্ষেত্রে প্রযুক্তিগত অসুবিধাও রয়েছে।’ তিনি আরও বলেছেন, সেতু নির্মাণের ক্ষেত্রে এইখানকার পরিবেশ সহায়ক নয়।

বিস্তৃত এলাকায় বেশিরভাগ জায়গাতেই নরম মাটি আছে। তাই এখানে সেতুর মত পরিকাঠামো গড়ার ক্ষেত্রে উপযুক্ত নয়। পাশাপাশি এখানে সেতু তৈরির ক্ষেত্রে প্রচুর আর্থিক বিনিয়োগ প্রয়োজন। এছাড়াও সারা বছর ধরে নদীর জলস্তর বৃদ্ধি ও হ্রাস ঘটে। কাফম্যানের কথায়, এমন পরিবেশে সেতু নির্মাণ খুবই কঠিন কাজ।

READ MORE: কোন খাবারে কি পরিমান ক্যালরি প্রোটিন ফ্যাট ভিটামিন কার্বোহাইড্রেট ও পানি জল থাকে

বিকল্প হিসেবে কি ভাসমান কাঠামো দিয়ে সেতু তৈরি করা যায় না? ঋতুগত বৈচিত্র্যের জন্য এই নদীর স্তরের ওঠা নামা লেগেই থাকে যা এমন কাঠামোর ক্ষেত্রে খুবই অসুবিধাজনক। সুতরাং, আমাজন জুড়ে একটি সেতুর জন্য অবিলম্বে কোন প্রয়োজন নেই বলে জানাচ্ছে স্থানীয় প্রশাসন।

আমাজন নদীর ওপর সেতু না থাকলেও উপনদী নিগ্রো নদীর ওপর দিয়ে সেতু রয়েছে। সেতুটির নাম পন্টে রিও নিগ্রো (Ponte rio negro)। সেতুটি, ২০১১ সালে তৈরি হয়েছিল। এই সেতুটি মানাউস এবং ইরানডুবা শহরকে সংযুক্ত করে। তবে আমাজন নদীর ওপর এখন কোনও সেতু করার পরিকল্পনা নেই ঠিকই কিন্তু ভবিষ্যতে যে হবে না সেটা বলা যায় না।

READ MORE: ফুসফুস পরিষ্কার রাখতে ৬ উপায়

পন্টে রিও নিগ্রো সেতু

২০১৯ সালে ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বলসোনারো ঘোষণা করেছিলেন যে, তিনি চান আমাজনের ওপর একটি সেতু নির্মাণ হোক। ‘রিও ব্র্যাঙ্কো প্রজেক্ট’-এর মধ্যে জুড়ে এই সেতু নির্মাণের কথা বলেছিলেন। কিন্তু বাস্তবে এখনও সেই কাজের কোনও অগ্রগতি দেখা যায়নি। কিন্তু কেন? আমেরিকান জীববিজ্ঞানী ফিলিপ ফার্নসাইড বলেন, ‘এই সেতু দেশের জন্য যে পরিমাণ অর্থনৈতিক সুবিধা করবে তার তুলনায় এই সেতু তৈরিতে বেশি খরচ হবে।’ তবে আগামী দিনে হয়তো কোনদিন এই নদীর ওপর সেতু নির্মাণ হবে!


আমাদের লেখা আপনার কেমন লাগছে ও আপনার যদি কোন প্রশ্ন থাকে তবে নীচে কমেন্ট করে জানান । আপনার বন্ধুদের কাছে পোস্টটি পৌঁছে দিতে দয়া করে শেয়ার করুন ।   কোন সাজেশন থাকলে নির্ধিদায় আমাদের কে জানান, কমেন্টস করুন । পুরো পোস্ট টি পড়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ  ।

Post a Comment

Please do not link comment any spam or drive spams content

Previous Post Next Post