আমাদের মনে একটা ধারণা আছে, কাউকে কুকুরে কামড়ালে পেটে বাচ্চা হয়।
সাহেব অথচ ডাক্তার সাহেবরা বলেন অন্য কথা। তারা বলছেন, র্যাবিস নামে ভাইরাস আছে । কোনাে কুকুরের দেহে এই ভাইরাস ঢুকে গেলে সে পাগলা হয়ে তখন সে কামড়াতে চায়। কোন মানুষকে কামড়ালে মানুষটির শরীরে ভাইরাস ঢুকে যায়। ভাইরাসটি “জলাতঙ্ক রােগ সৃষ্টি করে । ডাক্তারের মত হলাে- কাউকে কুকুরে কামড়ালেই ঘাবড়ে যাওয়া যাবে না। সংগে ইনজেকশনও নেয়া দরকার নেই।
কুকুরে কামড়ালে প্রথমে কোনাে পাশকরা। ডাক্তারের কাছে যেতে হবে। যদি পাগলা কুকুরে কামড়ায় তবে ডাক্তার নিজেই যথাযথ ব্যবস্থা নিতে বলবেন।
কুকুরটি পাগলা না-হলে ইনজেকশন নেয়ার দরকার পড়বে না। আর সবচেয়ে সত্যি কথা, পাগলা কুকুরে কামড়ালে বড় জোর রােগ হতে পারে, পেটে বাচ্চা হয় না।
কারাে পেটে বাচ্চা হয়েছে এমন কেউ কোনােদিন দেখে নি। আর বাস্তব
তা সম্ভবও না, শুধু শােনা কথা মাত্র। তাই কুকুরে কামড়ালে পেটে বাচ্চা হয়, এমন কথায় কান দেবেন না।
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
Post a Comment
Please do not link comment any spam or drive spams content