সারা বিশ্বে প্রথম চ্যাপল (গির্জা ঘর)  ভিত্তিপ্রস্তর উদ্ভোধন করেন ধুপুর গড়ে এই মহামারি করোনার সময়ে। সত্যি এটা এক রেকর্ড গড়লেন মধুপুর গড়ে  । কারণ যেখানে কঠোর লকডাউন মানুষ বাসা থেকে বের হতে পারছেন সেখানে এমন এক রেকর্ড যা যীশুর জন্য ভালোবাসা বলে সম্ভব হয়েছে ।  মধুপুর গড়াঞ্চলে টাঙ্গাইল জেলার অন্তর্গত মধুপুর উপজেলার জলছত্র খ্রীষ্ট দেহ ধর্মপল্লীর অন্তর্গত জলই গ্রামে প্রায় ৫৫০ খ্রীষ্টভক্ত যীশুর অনুসারী বিশেষ করে ক্যাথলিক খ্রীষ্টান সম্প্রদায় রয়েছে । সকলের সম্মতিতে "যীশুর পবিত্র  মুখচ্ছবি" নামে নব নির্মিত জলই গ্রামে নতুন চ্যাপেলের (গির্জা ঘর)  ১৩ এপ্রিল ২০২১ খ্রীষ্টাব্দ  ভিত্তি প্রস্তর উদ্ভোধন করা হয় ।  এখানে উল্লেখ্য আনুমানিক যে গত ৮/১৯/২০১২ ( নির্দিষ্ট দিন টা ঠিক মনে নেই জানলে কমেন্টস করবেন)  খ্রীষ্টাব্দে যীশুর পবিত্র মুখচ্ছবি উজ্জ্বল হয়ে বট গাছের গর্তে দেখা দেন, তখন সেখানকার  কতজন আদিবাসী  গারো পথচারী বাসিন্দারা দেখতে পান । 

যীশুর পবিত্র মুখচ্ছবি দেখা যাচ্ছে বট গাছের গর্তে
 যে প্রথম যীশুর আলোর মত উজ্জ্বল মুখচ্ছবি দেখেছিলেন তিনি লোকের কাছে বলছিলেন যে সকাল বেলা সে যখন রাস্তা দিয়ে বটগাছের নিচ দিয়ে যাচ্ছে তখন একদম অন্যরকম অনেক আলোর উজ্জ্বল আলোর ছটা দেখতে পান । ভালো করে কাছে গিয়ে দেখতে পান যীশুর পবিত্র মুখচ্ছবি আলোর মত জ্বল জ্বল করছে । সবার কাছে খবর টা বাতাসের মত দ্রুত বেগে ছড়িয়ে পড়লো। এতে করে শুধু জলছত্র মিশনের নয় বাংলাদেশেরে যীশুর অনেক ভক্তই শুধু নয় মুসলিম হিন্ধু এমন কী বৌদ্ধ যারা রয়েছেন সকলে এই বট গাছে যীশুর পবিত্র মুখচ্ছবি পরিদর্শনে আসেন আশ্চর্য্য হয়ে যান । তার পর থেকে জলই গ্রামে "যীশুর পবিত্র মুখচ্ছবি নামে  অস্থায়ী যীশুর কাছে প্রার্থনার ঘর তৈরি হয় । তারপর থেকেই প্রতি বছর এখানে বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে তীর্থ পালন করার জন্য এখানে আসেন। অনেক অসুস্থ রুগীও সুস্থ হয়েছেন এ জায়গায় প্রার্থনা করে । এখন কাঁচা ঘড়ের অবস্থা অনেক নাজুক তাই গ্রামবাসী, খ্রীষ্টভক্ত ও জলছত্র খ্রীষ্টদেহ ধর্মপল্লীর ধর্মযাজকগ্ণ  এ মাসের গত ১৩ এপ্রিল ২০২১ একটি পাকা চ্যাপল ( গির্জা ঘর) নির্মানের জন্য ভিত্তি প্রস্তর স্থাপন করেন । অর্থের জন্য বিভিন্ন মহলে সাহায্যের জন্য আর্থিক আবেদন করা হয়েছে । ভিত্তি প্রস্তর উদ্ভোধনের সময় দুজন পাদ্রী উপস্থিত ছিলেন ।  ঘটনাটি এমন যে এই মাহামারি লকডাউনে যেখানে মানুষ ঘরে বসে আছেন কোথায় অত্যাধিক প্রয়োজন ছাড়া বাইরেই বের হচ্ছে না ঠিক এই সময় মাহামারী লকডাউনে এটা একাটা রেকর্ড যে এই সময় এই  "যীশুর পবিত্র মুখচ্ছবি" নামক চ্যাপল ঘড়  তৈরির ভিত্তি প্রস্তর স্থাপন উদ্ভোধন  বিশ্বে প্রথম বলা যায় ।        


Post a Comment

Please do not link comment any spam or drive spams content

Previous Post Next Post