ছোট্ট গ্রাম। গুটিকয়েক পরিবারের বাস সেখানে। গ্রামের সুবিধার্থেই সরকার থেকে সেখানে খুলে দেওয়া হয়েছিল একটা প্রাথমিক বিদ্যালয় (Bangladesh School)। কিন্তু ছোটদের সেই স্কুল এখন খাঁ খাঁ করছে। একজন পড়ুয়াও নেই স্কুলে! 



কিন্তু কেন! শিক্ষক থাকলেও কেন স্কুলে কোনও পড়ুয়া নেই ১৯৯১ সালে তৈরি হওয়া স্কুলটিতে (Bangladesh School)?

জানা যাচ্ছে ময়নাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় খুলনার ময়নাপুর গ্রামের একমাত্র স্কুল (Bangladesh School)। সেখানে মাত্র ২৯টি পরিবারের বাস। ১৯৯১ সালে এই স্কুলের পথ চলা শুরু হয়েছিল। তারপর থেকে ভালই চলছিল। ২০১৫ সাল পর্যন্ত এই স্কুলে পড়ুয়া ছিল। ছাত্রছাত্রীদের কোলাহলে মেতে উঠত স্কুলবাড়ির আনাচ কানাচ। তবে তারপর থেকে এখানে আর তেমন ছাত্রছাত্রী নেই। কেউ পড়তে আসে না।


ময়নাপুর গ্রামের ২৯ পরিবারে গত ৭ বছরে কোনও শিশু জন্মায়নি। তাই স্কুলে ভর্তি হওয়ার কেউ নেই। এদিকে স্কুলে তিন জন শিক্ষক রয়েছেন। বিনা পরিশ্রমেই দিনের পর দিন বেতন পাচ্ছেন তাঁরা।

স্কুল চত্বরে অনেকে ব্যক্তিগত কাজও করছেন। কেউ ধান শুকোচ্ছেন স্কুলের উঠোনে, কেউ আবার ধান সেদ্ধও করছেন এখানেই। একদিকে জমেছে আবর্জনার স্তুপ।

গ্রামের অনেকে অবশ্য বলছেন এখান কয়েকজন শিশু আছে। কিন্তু স্কুলে ভর্তি হওয়ার বয়স এখনও তাদের হয়নি। এমন অবস্থান ময়নাপুরের এই প্রাথমিক বিদ্যালয় বন্ধ করে দেওয়ার কথাও ভাবছে কর্তৃপক্ষ।


Post a Comment

Please do not link comment any spam or drive spams content

Previous Post Next Post