২৭ বছরের জার্নি শেষ, চিরতরে বিদায় নিচ্ছে ইন্টারনেট এক্সপ্লোরার! স্মৃতি হাতড়াচ্ছে নেটপাড়া
ইন্টারনেটের জগত থেকে বিদায় নিচ্ছে ইন্টারনেট এক্সপ্লোরার (Internet Explorer)। তার মেয়াদ আর মাত্র ১ দিন। ১৫ জুন আনুষ্ঠানিকভাবে অবসর নেবে এই ব্রাউজার। তার আগে ইন্টারনেট এক্সপ্লোরার নিয়ে আবেগে ভাসছে টুইটার। নেটিজেনরা এই ব্রাউজারকে (Browser) বিদায় দিতে গিয়ে হাতড়াচ্ছেন নস্টালজিয়া।
ইন্টারনেট এক্সপ্লোরার একসময় বেশ জনপ্রিয় ছিল। তবে গত কয়েক বছরে এই ব্রাউজার প্রায় কেউই ব্যবহার করেননি। এতে কাজ করার গতি এতটাই ধীর হয়ে এসেছিল যে নেটপাড়ায় ঠাট্টা মশকরার পাত্র হয়ে উঠেছিল ইন্টারনেট এক্সপ্লোরার। একে নিয়ে অজস্র মিম ঘুরত সোশ্যাল মিডিয়ায়।
সেই ইন্টারনেট এক্সপ্লোরারকে আর দেখা যাবে না। তার অস্তিত্ব মুছে যাচ্ছে ১৫ তারিখ থেকে। দীর্ঘ ২৭ বছর ধরে এই ব্রাউজার পরিষেবা দিয়েছে, এবার বিদায়ের পালা।
অথচ একটা সময় ছিল যখন ইন্টারনেটের প্রায় সমার্থক ছিল এই ব্রাউজারটি। ইন্টারনেট যখন প্রথম প্রথম ব্যবহার করা শিখল মানুষ, তখন এই একটি মাত্র ব্রাউজারই ছিল তাদের কাছে। ইন্টারনেট এক্সপ্লোরার দিয়েই নেটের সব কাজ করতে হত। ইন্টারনেটে হাতেখড়ি ইন্টারনেট এক্সপ্লোরার দিয়েই।
READ MORE: যে বনে গাছ নেই এখন এলাকাবাসী ব্যবহৃত এন্টীবায়োটিক চরম স্বীকার
পুরনো সেই স্মৃতিতেই এখন ডুবে রয়েছে নেটপাড়া। রাজস্থান রয়্যালসের তরফে একটি টুইট করে দেখানো হয়েছে, এই ইন্টারনেট এক্সপ্লোরারেই প্রথম আইপিএলের সূচনার কথা ঘোষিত হয়েছিল। এমনই আরও কত শুরু দেখেছে, দেখিয়েছে এই আদি ব্রাউজার। নেটপাড়ায় চলছে সেসব স্মৃতি রোমন্থন।
Read more
Post a Comment
Please do not link comment any spam or drive spams content