Kidney Diseases & Eye (চোখের/দৃষ্টিশক্তির সমস্যা)
কিডনি রুগি এবং ট্রান্সপ্লান্ট পার্সনদের কিডনি অসুখের আড়ালে ঢাকা পড়ে যায় আরো কিছু অসুখ। এসব অসুখ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে কিডনি অসুখের সাথেই সম্পর্কিত।
👀👀👉চোখের/দৃষ্টিশক্তির সমস্যা( Kidney Diseases & Eye (চোখের/দৃষ্টিশক্তির সমস্যা)
প্রধানত ২ ধরনের সমস্যা হতে পারে।
READ MORE: নিজের কীডনী রোগ আছে কিনা কিডনী রোগ নিরুপনের জন্য সাধারণ পরীক্ষা চলুন জেনে নেই
১ঃ কিডনি রুগিরা তাদের জীবনের একটা দীর্ঘসময় উচ্চরক্তচাপে ভোগেন, অনেকের ডায়াবেটিস থাকে, অনেকের ট্রান্সপ্লান্টের পরও রক্তচাপ একেবারে নরমাল লেভেলে আসেনা। স্টেরয়েড এর কারনে পূর্বের ডায়াবেটিস বাড়ে অথবা অনেকেই নতুন করে ডায়াবেটিসে আক্রান্ত হন।
দীর্ঘদিন উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিসের কমপ্লিকেশন Retinopathy এতে চোখে নতুন রক্তনালী তৈরি হয়, সেগুলো থেকে মাঝেমাঝেই রক্তক্ষরণ হয়। ফলে দৃষ্টিশক্তি কমে যায়। দীর্ঘদিন চিকিৎসার অভাবে অন্ধত্ব হতে পারে।
২ঃ ট্রান্সপ্লান্টের পর সারাজীবন স্টেরয়েড খেতে হবে। এর কমপ্লিকেশন হতে পারে চোখে ছানি পড়া বা Steroid induced Cataract. (Kidney Diseases & Eye (চোখের/দৃষ্টিশক্তির সমস্যা)
চিকিৎসাঃ
READ MORE: What is Kidney কিডনী রোগের লক্ষণ কি কি এবং কিভাবে বুঝবো আমি কিডনি রুগী
*Retinopathy ‘র চিকিৎসার জন্য যে চোখের ডাক্তার Retina স্পেশালিষ্ট তাঁদের কাছে চিকিৎসা করানো বেটার। এর জন্য কিছু টেস্ট করতে হতে পারে। চিকিৎসা হল LASER করে রক্তনালীর সংখ্যা কমানো এবং চোখে Intra-vitrial injection প্রয়োগ করে নতুন রক্তনালী তৈরি হওয়াকে প্রতিরোধ করা। (Kidney Diseases & Eye (চোখের/দৃষ্টিশক্তির সমস্যা)
*ছানির একমাত্র চিকিৎসা অপারেশন করে ছানি অপসারণ। তবে যেকোনো সময় এই অপারেশন করানো যায়না, ম্যাচিউর হলে করতে হয়। ডাক্তারের পরামর্শ অনুযায়ী ফলোআপ করতে হবে। লেট হয়ে গেলে ছানি বেশি শক্ত হয়ে অপারেশনের অযোগ্য হয়ে যায়। (Kidney Diseases & Eye (চোখের/দৃষ্টিশক্তির সমস্যা)
READ MORE: শিশুকাল থেকেই কিডনী রোগ প্রতিরোধে সজাগ সতর্ক থাকতে হবে নিতে হবে কঠিন ব্যবস্থা
Kidney Disease prevent from childhood
N.B. যে চোখের এই সমস্যাগুলো নিছক চোখের পাওয়ারের সমস্যা নয়। এজন্য ডাক্তারের কাছে যেয়ে পাওয়ার চেক করে চশমা নেয়ার মধ্যে এর চিকিৎসা সীমাবদ্ধ রাখবেন না।
আমাদের লেখা আপনার কেমন লাগছে ও আপনার যদি কোন প্রশ্ন থাকে তবে নীচে কমেন্ট করে জানান । আপনার বন্ধুদের কাছে পোস্টটি পৌঁছে দিতে দয়া করে শেয়ার করুন । কোন সাজেশন থাকলে নির্ধিদায় আমাদের কে জানান, কমেন্টস করুন । পুরো পোস্ট টি পড়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ ।
Post a Comment
Please do not link comment any spam or drive spams content