এই ১০টি খাবার বাংলার নয়! কোন দেশ থেকে এসেছে জানলে অবাক হবেন
ডাল-ভাত হোক বা লুচি তরকারি, ভোজনরসিক বাঙালির রসনা তৃপ্তিতে উপাদেয় পদের অভাব নেই। মাছ-মাংস তো আছেই, সঙ্গে হরেক মিষ্টি, তেলেভাজা, পানীয়- বাঙালি খাবারের তালিকা বলে শেষ করা যাবে না। কিন্তু বাঙালির একান্ত আপন যে খাবার, যা পাতে না পড়লে তার দিন কাটে না (Bengali Food), সেসবের অনেক কিছুই বাঙালি তো দূর, ভারতবর্ষের নিজস্ব খাবারই নয়। বাইরে থেকে এসব খাবার এসেছে ভারতে, তারপর ভারতীয় সংস্কৃতির সঙ্গে কালে কালে মিশে গেছে ওতপ্রোতভাবে
READ MORE: সুস্বাদু এই তরকারি হয় ঘরে ঘরে! পুরুষদের যৌন স্বাস্থ্যের জন্য এটাই কি বিষ?
আজকের প্রতিবেদনে রইল তেমন ১০টি খাবারের হদিশ, যেগুলি আমাদের দৈনন্দিন খাদ্য তালিকায় অনিবার্য, অথচ ভারতীয় নয়। অজান্তেই বিদেশি খাবার আপন করে নিয়েছি আমরা।
সিঙ্গাড়া
সিঙ্গাড়া সান্ধ্য জলখাবারের একটা অতি আবশ্যক এবং অতি উপাদেয় পদ। ভিতরে আলুর পুরওয়ালা এই তেলেভাজার নাম শুনলেই ভোজনরসিকদের জিভে জল চলে আসে। বাঙালির এত আপন যে সিঙ্গাড়া, সেটা কিন্তু বাইরে থেকে এসেছে। মধ্যপ্রাচ্যের জনপ্রিয় খাবার কালেভদ্রে এদেশে এসে ঘাঁটি গেড়েছে। হয়ে উঠেছে আপন।
লুচি
READ MORE: চায়ের সঙ্গে বিস্কুট খাওয়ায় বড় বিপদ, কী কী ক্ষতি হতে পারে? যা বলছেন বিশেষজ্ঞরা
সন্ধ্যাবেলার জলখাবারে যদি সিঙ্গারার একচেটিয়া রাজত্ব হয়, তবে সকালে অবশ্যই লুচির রমরমা। ছাঁকা তেলে ভাজা গরম গরম লুচি আর আলুর দম যেন অমৃতকেও হার মানায়। অনেকে তো লুচির পেলে বিরিয়ানিও ভুলে যায়। অথচ লুচি এখানকার খাবার নয়। আগে এদেশে লুচি পাওয়া যেত না। পোর্তুগিজদের হাত ধরে লুচি এদেশে এসেছে। তারপর জড়িয়ে গেছে আবশ্যক খাবারের তালিকায়।
শুক্তো
বাঙালি খাবারের একেবারে শুরুতেই পাতে পড়ে শুক্তো। শুক্তো না হলে খাওয়া অসম্পূর্ণ থেকে যায়। শুক্তো দিয়েই খাওয়া শুরু করে বাঙালি। তারপর মাছ-মাংসের উপাদেয় পদ এসে ভিড় করে। অথচ এই শুক্তোও বাঙালি খাবার নয়। পোর্তুগালের খাবার শুক্তো কালের প্রবাহে মিলেমিশে গেছে বাংলার খাদ্য সংস্কৃতির সঙ্গে।
চা
READ MORE: বিশ্বের সর্বাপেক্ষা জনপ্রিয় পানীয় চা কি ভাবে হলো
ভোজনরসিক হোক বা না হোক, চা রোজকার জীবনের অবিচ্ছেদ্য অংশ। চা না হলে সকাল শুরু হয় না। চা না হলে জমে না সন্ধ্যার আড্ডা। কাজের ফাঁকে মাথা ধরলে তো চায়ের বিকল্প নেই। তবে চা যে ভারতীয় খাবার নয় তা হয়তো অনেকেরই জানা। চায়ের উৎস চিনে। চিন দেশ থেকেই চা এবং চা তৈরির পদ্ধতি ভারতে এসেছে।
রাজমা-চাওয়াল
উত্তর ভারতের একটা জনপ্রিয় খাবার এই রাজমা-চাওয়াল। সেখান থেকে বাংলাতেও তা চলে এসেছে। আজকাল বাঙালিরা অনেকেই রাজমা-চাওয়াল খান। বাঙালি ঘরে নিয়মিত এই সুস্বাদু পদ রান্না হয়। কিন্তু এই খাবারটি ভারতীয় নয়। সুদূর মেক্সিকো থেকে গুয়াতেমালা হয়ে ভারতে পা রেখেছে রাজমা। ভারতীয় খাবারের গুরুত্বপূর্ণ অঙ্গ হয়ে গেছে তারপর।
জিলিপি
বাঙালির রসনা তৃপ্তিতে জিলিপির জুড়ি নেই। সকাল হোক বা বিকেল, পাড়ার মোড়ের দোকানে জিলিপি ভাজা হলেই আনচান করে ওঠে মন। মনে হয় কখন গরম গরম জিলিপির স্বাদ পাবে জিভ। এই জিলিপিও এখানকার খাবার নয়। মধ্যপ্রাচ্যে এর উৎস। ভাজা মিষ্টির বেশিরভাগই এসেছে সেখান থেকেই।
নান
বিয়েবাড়িতে নান মাস্ট। নান না হলে বিয়েবাড়ির মেনু জমেই না। পুরু ময়দার আবরণের আড়ালে নরম তুলতুলে রুটি যেন অমৃত। নান একেবারেই এদেশের নিজস্ব খাবার নয়। পারস্য থেকে মোগলদের হাত ধরে ভারতে এসেছে নান।
READ MORE: কিভাবে ফাইভার (Fiverr) অক্ষম গীগ সচল করবনে , একাউন্ট সচল করবেন, কি ভাবে ঘরে বসে আয় করবেন (Fiverr)
গুড়
বাঙালির শীতকাল গুড় ছাড়া অসম্পূর্ণ। নলেন গুড়ের রসগোল্লা থেকে শুরু করে ঝোলা গুড় দিয়ে রুটি, শীতকালে এসবই বাঙলির একচেটিয়া খাবার। তবে এই গুড়ও ভারতের নিজস্ব নয়, খেজুরের রস থেকে গুড় তৈরির কায়দা এদেশে প্রথম এসেছিল পোর্তুগিজদের হাত ধরেই।
ফিল্টার কফি
শীতের সকালে কফির কাপে চুমুক দিয়ে দিন শুরু হয় বাঙালির। ফিল্টার কফি কিন্তু এখানকার পানীয় নয়। দক্ষিণ ভারতে কফির চাষ হয় বটে, তবে সেখানকার নিজস্ব আবিষ্কার নয় এই ফিল্টার কফি। মক্কা থেকে এই কফি এদেশে আনা হয়। নীলগিরি কফি নামেও এর খ্যাতি রয়েছে। একটা সময়ের পর কফি বাঙালির রোজকার জীবনের অঙ্গ হয়ে উঠেছে, ঠিক চায়ের মতো।
গুলাব জামুন (Indian Food Origin)
লালচে বাদামি রঙের এই মিষ্টি রসে টইটুম্বুর। গুলাব জামুন শেষ পাতে পড়লে আর কিছু লাগে না। এই মিষ্টির নাম শুনেই বোঝা যায় এটা বাইরের দেশের। মধ্যপ্রাচ্য থেকেই গুলাব জামুন এসেছে ভারতে।
Read more কেটে যাওয়া জখম হওয়া এবং হাড় ভাঙ্গা সারাতে বাংলাদেশে ব্যবহৃত ঔষধি
আমাদের লেখা আপনার কেমন লাগছে ও আপনার যদি কোন প্রশ্ন থাকে তবে নীচে কমেন্ট করে জানান । আপনার বন্ধুদের কাছে পোস্টটি পৌঁছে দিতে দয়া করে শেয়ার করুন । কোন সাজেশন থাকলে নির্ধিদায় আমাদের কে জানান, কমেন্টস করুন । পুরো পোস্ট টি পড়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ ।
Post a Comment
Please do not link comment any spam or drive spams content