বাবাকে প্রথম বারের মতো বৃদ্ধাশ্রমে


একমাত্র পুত্র প্রথমবারের মতো তার পিতাকে বৃদ্ধাশ্রমে রেখে ফিরে আসছিল। হঠাৎ রাস্তার মাঝপথে তার ফোন বেজে উঠল। ফোনের অপর প্রান্তে তার স্ত্রীর কণ্ঠ, “তুমি আরেকটু ফিরে যাও, বৃদ্ধাশ্রমে। একটা গুরুত্বপূর্ণ কথা বলার জন্য আমি ভুলে গেছি।



বাবাকে প্রথম বারের মতো বৃদ্ধাশ্রমে




বৃদ্ধাশ্রমে গিয়ে তুমি তোমার বাবা কে ভালোভাবে বুঝিয়ে এসো, পূজো-পার্বন এমনকি তোমার জন্মদিনেও তোমার বাবা যেন কষ্ট করে ওই বৃদ্ধাশ্রমে থেকে যায়। আমাদের বাড়িতে যেন না আসে।

READ MORE শেরপুর হালুয়াঘাট ভয়াবহ বন্যা ৪-৫ অক্টোবর ২০২৪ স্মরণ কালের ভয়াবহ বন্যা

 বাধ্য হয়ে বউয়ের কথা মতো সে আবার বৃদ্ধাশ্রমে ফিরে গেল। সেখানে পৌঁছাতেই এক অদ্ভুত দৃশ্য তার চোখে পড়ল। তার বৃদ্ধ বাবা, যাকে সে একা রেখে এসেছিল, সেই বৃদ্ধাশ্রমের বৃদ্ধ মালিকের সাথে বেশ আনন্দে, হাসিমুখে কথা বলছে। 

এটা দেখে ছেলের মনে সন্দেহ হলো। সে মনে মনে ভাবলো বাবা কি তাহলে আগে থেকেই এই বৃদ্ধাশ্রমের মালিককে চিনতো? কে জানে হয়তো বা! তারপর অপেক্ষা করতে লাগলো।

 কিছুক্ষন পর বাবা উনার নির্দিষ্ট কামরায় চলে যাবার পর ছেলে ওই বৃদ্ধাশ্রমের মালিকের কাছে গিয়ে জিজ্ঞাসা করলো, স্যার একটা কথা জিজ্ঞাসা করছি কিছু মনে করবেন না!



ছেলে অপ্রস্তুতভাবে বললো, "বলছি যে, একটু আগে আপনি যেভাবে বাবার সাথে কথা বলছিলেন, তাতে আমার কেন জানি মনে হচ্ছে, আপনি পূর্ব পরিচিত। সত্যিই কি তাই?"

Read More এখন কি পার্থক্য হবে? স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট আসছে?

অনাথ আশ্রমের মালিক এক ঢোঁক পানি খেয়ে হাসি হাসি মুখে উত্তর দিলেন, "হ্যাঁ, উনাকে আমি প্রায় ৪০ বছর আগে থেকে ভালো করেই চিনি। 

আমি জানি না কী পরিস্থিতিতে তিনি আজ এই বৃদ্ধাশ্রমে এসেছেন, তবে মনের দিক থেকে আপনার বাবা একজন বড় মনের মানুষ।"

ছেলে উত্তেজিত হয়ে বললো, "আমি তো সেটাই জানতে চাইছি। বাবাকে আপনি কিভাবে চিনলেন?"


বৃদ্ধ মালিক বললেন,,,,


৪০ বছর আগে আমার আন্ডারে থাকা একটা অনাথ আশ্রম থেকে উনি একটি অনাথ শিশুকে দত্তক নিয়ে বাড়িতে গিয়েছিলেন এবং আমার অনুমান যদি ভুল না হয় তাহলে ৪০ বছর আগে দত্তক নেওয়া সেই অনাথ শিশুটি এখন আমার সামনে দাঁড়িয়ে আছে।

Read More 2024 সালে বাংলাদেশের অর্থনীতি থেকে কী পেলাম

এই কথা শোনার পর ছেলেটির আর বুঝতে বাকি রইলো না। ৪০ বছর আগের সেই অনাথ শিশুটিই যে উনি। ছেলেটির চোখ দিয়ে অঝোর ধারায় অশ্রু ঝরতে লাগলো। ছেলেটি হাউমাউ করে কাঁদতে লাগলো।

 আর দেরি না করে দৌড়ে তার বাবার কক্ষে গিয়ে ওনার পা ধরে কান্না করতে লাগলো। বৃদ্ধ বাবার পা ধরে বলতে লাগলো আমাকে মাফ করে দাও। আমি অনেক বড় ভুল করে ফেলেছি।



২দিনের ভালোবাসার জন্য ৪০ বছরের ভালোবাসাকে আমি ভুলে গেছি। ছেলের এই করুন দৃশ্য দেখে বাবাও কেঁদে ফেললেন।

 তিনি ছেলেকে পা থেকে তুলে বুকে জড়িয়ে ধরে বলতে লাগলেন ধুর বোকা ছেলে, এর জন্য কান্না করতে আছে। আমি তো তোকে মাফ করেই দিয়েছি।

এবার ছেলেটি কান্না থামিয়ে বাবাকে সেই বৃদ্ধাশ্রম থেকে নিয়ে বাড়ির দিকে ফিরে গেল।

READ MORE Our life's desires আমাদের জীবনের চাওয়া

পৃথিবীর সকল বাবার প্রতি রইলো আমার প্রনাম,, শ্রদ্ধা ও ভালোবাসা।

Post a Comment

Please do not link comment any spam or drive spams content

Previous Post Next Post