সন্তানকে ছোট থেকে যে বিষয়গুলো শেখাবেন
সারাদিনের মধ্যে আপনার সন্তানের জন্য বিশেষ কিছু সময় বরাদ্দ রাখুন। শুধু যে হই হুল্লোড় করেই বিশেষ সময় কাটিয়ে দেবেন তা না। চেষ্টা করুন শিশুকে ভালো কিছু শিক্ষা দিতে, যা হয়ে উঠবে আপনার শিশুর বড় হওয়ার সঙ্গী।
যা শেখাবেন খুদে সদস্যকে:
১) সত্যি কথা বলার শিক্ষা খুব জরুরি। আপনার শিশুকে শেখান যত সমস্যায় হোক না কেন সত্য কথা বলতে হবে। সত্য বললে অনেক সমস্যা সহজে দূর করা সম্ভব।
২) শিশুকে ক্ষমা করতে শেখান। তাকে বোঝান যে ক্ষমা করার মানসিকতা থাকলে অনেক সমস্যার সমাধান হতে পারে। নিজের এবং অন্যান্যদের ভালোর কথা ভেবেই তাকে ক্ষমা করার শিক্ষা দিন।
৩) সম্মান হল আরও একটি গুরুত্বপূর্ণ বিষয়। ছোটবেলা থেকেই নিজেকে এবং অন্যদের সম্মান করতে শেখা জরুরি। আপনার শিশু যেনো ধর্ম,বর্ণ নির্বিশেষে সবাইকে সম্মান করে সেই শিক্ষা দিন।
৪) নিজে কথা বলতে পারা, ভালোভাবে উপস্থাপন করা অনেক জরুরি। তবে নিজে কথা বলার পাশাপাশি অন্যের কথা শোনাও একটি গুণ। আশেপাশে সবার সঙ্গে যেনো আপনার শিশু কথা বলে সে ভাবনা তার মধ্যে দিয়ে দিন।
৫) ক্লাসের বই পড়ার পাশাপাশি গল্পের বই পড়ার অভ্যাস করিয়ে তোলেন। যাতে শুধু নিজের ভাবনা নয়, আরও পাঁচ জনের ভাবনাকেও গুরুত্ব দিতে শেখে সে।
Post a Comment
Please do not link comment any spam or drive spams content