গরুর দুধ আমাদের সবার জন্য আদর্শ খাবার। গরুর দুধের উপর মাছি পড়লে আমার সম্পুর্ণ দুধ ফেলে দেই । যেখানে মাছির মত নোংরা বহুমাত্রিক জীবানু বহনকারী জীব বসছে তরল দুধের উপর। সে আর খাওয়া যাবেনা । দুধ থেকে ঘী প্রস্তুত করা হয় । ঘী আমাদের জন্য আদর্শ খাবার এবং উত্তম উপাদেয় খাবার। ঘী এর উপর যদি মাছি বসে তাহলে কী করি আমরা।

WEST BENGAL Victory Memorial 


ঘী এর যে অংশটায় মাছি বসেছিল সে জায়গাতা চামুচ বা হাত দিয়ে ভেঙ্গে ফেলে দিই । এক্ষেত্রে তরল দুধের মত সম্পূর্ণ ঘী কিন্তু ফেলে দিচ্ছি না বা আমরা কেউ ফেলে দিই না । একবার ভেবে দেখুন দুধ এবং ঘী দুটোই আমরা পাচ্ছি গরু থেকে। এখানে আমি বলতে চাচ্ছি ঘী টাকে আমরা সবাই বেশী মূল্য দিয়ে থাকি । দুধ থেকেই ঘী প্রস্তুত হয়েছে কিন্তু অনেক তাপমাত্রা সহ্য করে । 

Victoria Memorial West Bengal Kolkata City India  



সে ভাবেই পরিবারে বা সমাজে , নাম, যশ খ্যাতি, অর্থসম্পদ, দারিদ্রতা থাকবেই । তবুও যার তাপমাত্র অর্থাৎ আগুনে পুড়ে সৎ থাকার যোগ্যতা যার যত বেশী থাকবে সমাজে তার মূল্য বেশী থাকবে । তাই নিজেদের তাপমাত্রা সহ্য করার মত সাহসী ও সৎ যেন আমরা  সর্বদা থাকি।  নিজেকে জাহির করার জন্য অনেক সময় আমরা অনেক মিথ্যা , অহংকার, রাগ , ক্ষোভের বশবর্তী হয়ে না পড়ি নিজেকে নম্র রাখি এবং ছোট হয়ে আমার বা আপনার যা আছে তা যেন বিলিয়ে দিতে পারি অন্যের জন্য । 

Large flower garden Victoria Memorial West Bengal. India.


জীবনে স্বর্ণের কথা সবাই জানি। প্রথম অবস্থায় স্বর্ণ লোহার মত থাকে। কালো পদার্থ যা মূল্যহীন । কিন্তু স্বর্ণ  আগুনে পুড়তে পুড়তে যখন সোনালী রঙে রুপান্তর না হয় ততক্ষণ পর্যন্ত কালো স্বর্নের কোন মূল্য নেই । অন্য দিকে স্বর্ণের মত চকচকে ধাতব পদার্থ যাকে আমরা ইমিটেশন বলি । সোজা কথায় নকল বলি তার কোন মূল্য নেই । নকল ইমিটেশন সোনলী রঙের ধাতব পদার্থকে আগুনে পোড়ানো হয় না । শতকোটি  আগুনের তাপমাত্রা সহ্য করতে হয় না । তাই তার মূল্য নেই । 

Victoria Memorial Kolkata India


আমি বলতে চাচ্ছি এই বিশ্ব ভ্রমান্ডে যে সততার সাথে নিজেকে বিভিন্ন কার্যকলাপে আগুনে পুড়িয়ে শ্রম ও পরিশ্রম দিয়ে খাঁটি হতে পারবে তাদের জীবন আজীবন থাকে সার্থক । হতে পারে ধন সম্পদ  নেই কিন্তু সততা জন্য সবার কাছে গ্রহন যোগ্যতা রয়েছে । যদিও তেমন খ্যাতি বা যশ নেই। কিন্তু নিজেকে উজাড় করে দেবার সৎ সাহস এবং সৎ পরামর্শ এবং উত্তম সময় পার করে দেবার মত সংঘবদ্ধ করার ক্ষমতা । অত্যন্ত কঠিন সময়ে বুক উচু করে ভালোকে ভালো বলার এবং খারাপ কে খারাপ বলার সৎ সাহস। সৎ বস্তু নিষ্ঠ চিত্তে বুক উচু করে সংগ্রাম করা । নিজেকে কখনো নশ্বর টকার কাছে বিক্রি না করা । তাঁরাই হচ্ছে খাঁটি স্বর্ণ । 

Large Garden Victoria Memorial West Bengal India 


বিশেষ করে গরু গাভী যে দুধ দেয় , সেই গাভী গরুর দিকে তাকালে একেক গাভীর শিং ছোট, মাঝারী, লম্বা, অনেকের কোন শিং নেই । গায়ের রঙের ক্ষেত্রে যদি দেখি কালো, বাদমি, ধূসর, মিশ্র রঙের বিভিন্ন ধরনের গাভী আমরা দেখতে পাই। আমি বলতে চাই দুধ কিন্তু সবার সাদা। অতএব সকল গাভীর দুধ একই।  সকল গাভীর দুধ সাদা এবং পুষ্টিগুণ সমান । 

এই সংসারে অনেক ধরনের মানুষ রয়েছে । একেক জনের বিশ্বাস, ভক্তি, ইচ্ছা, কামনা, বাসনা, বিশ্বাস ও ধর্ম বর্ণ বিভিন্ন ধরনের । পোসাক পরিচ্ছদ, খাবার -দাবার, পেশা , অর্থের উৎস বিভিন্ন। এক কথায় যদি বলি কোন কিছুর মিল নেই 

Victoria Memorial West Bengal Kolkata City Inida


কিন্তু সৎ ও সততা সবার এক । তাই জীবনের সবচেয়ে অমূল্য সম্পদ সৎ ও সততা । যা আপনাকে করে তুলবে আগুনে পোড়ানো খাঁটি স্বর্ণের মত অতি মূল্যবান । 

এই সতাত আসে সৃষ্টি কর্তার কাছ থেকে নম্র থাকার জন্য । তাই সৃষ্টিকর্তার কাছে নম্র থাকুন, বিশ্বাস রাখুন নিজের সৎ ও সততার উপর । জীবন হয়ে উঠবে অমুল্য । 

Cow's milk is the ideal food for all of us. When a fly falls on cow's milk, we throw away all our milk. Where dirty multidimensional organisms like flies are sitting on liquid milk. He can no longer eat. Ghee is prepared from milk. Ghee is the ideal food and good delicacy for us. What do we do if flies sit on ghee. We break the part of the ghee where the fly was sitting with a spoon or hand. In this case complete ghee like liquid milk but we are not throwing it away or we are not throwing it away. Just think, we get both milk and ghee from cows. Here I mean we all value ghee. Ghee is made from milk but it can withstand a lot of temperature.

In that way in the family or in the society, there will be name, fame, wealth, poverty. However, the higher one's temperature, that is, one's ability to be honest in the fire, the higher one's value will be in the society. So I always keep myself brave and honest enough to bear the temperature.

Everyone knows about gold in life. In the first case, gold is like iron. Black matter which is priceless. But black gold has no value until it burns in the fire and turns into gold. Gold, on the other hand, is a shiny metallic substance which we call imitation. To put it bluntly, it is worthless. Fake imitation gold colored metals are not burnt. Hundreds of millions of fire temperatures do not have to be tolerated. So it's not worth it.

I would like to say that in this world, those who can honestly burn themselves in various activities and become pure through hard work and diligence, have a successful life. Maybe there is no wealth but everyone has the ability to accept honesty. Although there is not much fame or glory. But honest courage and honest advice and the ability to organize like a good time. Honest courage to say good to good and bad to bad by raising one's chest in very difficult times. Struggling with an honest heart and a sincere heart. Never sell yourself to mortal money. They are the pure gold.

Especially when the cow gives milk to the cow, when the cow looks at the cow, the horns of each cow are small, medium, long, many have no horns. If we look at the color of the skin, we see different types of cows of black, brown, gray, mixed color. I mean milk but everyone is white. Therefore the milk of all cows is the same. All cows have white milk and equal nutritional value.

There are many types of people in this world. Each person has different types of faith, devotion, desire, desire, desire, belief and religion. Clothing, food, occupation, sources of money are different. In a word, there is no similarity

But honesty and integrity are one. So the most invaluable asset of life is honesty and integrity. Which will make you as precious as pure gold burned in a fire.

This persistence comes from being humble from the Creator. So be humble to the Creator, believe in your own honesty and integrity. Life will become invaluable.

                                                      

Post a Comment

Please do not link comment any spam or drive spams content

Previous Post Next Post