মনুষত্য এবং প্রেম ভালো ও মন্দ মানুষের প্রতি যদি না থাকে এবং থাকলেও যদি আমি প্রয়োগ করতে না পারি তাহলে ধর্মের কোন মূল্য নেই। কর্মই ধর্ম। ধর্মকে যদি কর্মময় না করতে পারেন তাহলে তার কোন যোগ্যতা বা মূল্য নেই । 



আমরা মানুষ, আমাদের মধ্যে কেউ আকারে লম্বা, কেউ মাঝারি কেউ বা খাটো। কেউ দেখতে ফর্সা, শ্যামলা, ধূসর, কালো । কিন্তু রক্তের রঙ লাল । 

পশুর দিকে তাকালে দেখা যায় গরুর কথায় বলি কারো রঙ কালো, ডোরাকাটা, বিভিন্ন কালসে, শিং আছে অনেক বড়, কারো ছোট আবার কোন গরুর শিং নাই । গরু যখন গাভী হয় তখন তাদের ওলন গুলিও ছোত বড় হয়। কিন্তু সর্বশেষে যখন দুধ নিবেন তখন কিন্তু সব গরুর রঙ, কর্ম, গুণ রুপ, যাই হোক না কেন। সবার দুধ এর রঙ এক সাদা। পুষ্টিতেও এক যার অন্যথা হয় না । 

আমি এখানে বলতে চাচ্ছি ধর্ম বিভিন্ন হতে পারে কিন্তু মানুষের মনুষ্যত্ব ও প্রেম এক। তাই আমাদের মনুষ্যত্বকে ও প্রেম কে কাজে লাগাতে হবে । সবার উপরে মনুষ্যত্বের স্থান । 

আমাদের বেশীর ভাগ মানুষের ক্ষেত্রে যেমন টা হয় শিশুকাল বন্ধু বান্ধব থাকে এক রকম, মাধ্যমিক বিদ্যালয়ে থাকে একরকম, উচ্চ মাধ্যমিকে থাকে আরেক রকম, এরপর বিশ্ববিদ্যালয়ে থাকে আরেক রকম। কর্মক্ষেত্রে থাকে আরো ভিন্ন রকম । বাকী জীবনে থাকে না । প্রয়োজন যতক্ষন পর্যন্ত থাকে বা থাকবে ততক্ষন পর্যন্ত সম্পর্ক গুলো টিকে থাকে। এরপর সব দূরে দূরে হয়ে পড়ে । নিজের জিবনের সাথে মিলিয়ে দেখেন তাই হয় । 



জীবন চলার পথে কত জনের সাথে দেখা হয়, পরিচয় হয়। ভালো মন্দ নিয়ে সবার সাথে চলতে হয়। সবাই চায় ভালো কিছু করতে কিন্তু অনেক সময় এর উল্টো হয়ে যায়। পরিবেশ পরিস্থিতির স্বীকার হতে হয় ।  অনেকের সাথে মনে মনের মিল হয়ে যায় আবার অনেকের সাথে মনের অমিল থাকে। জীবন তার নিজের গতি কিন্তু থামায় না । চলতে থাকে নিরন্তর । নিঃশ্বাস যত দিন আছে জীবনের চাকা চলমান থাকে সামনের দিকে। এর সাথে রয়েছে সঠিক সময়। সময় কে যারা কাজে লাগাতে পারছে তাদের জীবন মান আবার অন্য রকম ভালো হয়ে উঠে । 

গারো মান্দি সমাজে বিশেষ করে জলছত্র  খ্রীষ্ট দেহ ধর্ম পল্লীর অন্তর্গত  গাছাবাড়ী  গ্রামে নতুন অভিষিক্ত যাজক প্রদিপ ফিলিপ ম্রং এর মধ্যে সব গুণাবলী ঈশ্বর দিয়েছেন । আমরা আশা করি ধর্মকে কর্মে পরিণত করে সত্যিকারের সেবক হয়ে উঠবেন । আগামী দিনে যত সমস্যায় আসুক না কেন সকল সমস্যা যীশুর নামে অতিক্রম করতে পারবেন। অসহায় সহায় সবার মাঝে কাজ করতে পারবেন পক্ষপাতহীন ভাবে। 

মধুপুর গড় এর পক্ষ থেকে জানাই নিরন্তর শুভ কামনা ও ভালোবাসা, সেই সাথে  প্রার্থনা করি জীবন হয়ে উঠুক কল্ল্যানময় কর্মময় জীবন। 






1 Comments

Please do not link comment any spam or drive spams content

  1. অভিনন্দন নব অভিষিক্ত যাজক প্রদিপ ফিলিপ ম্রং কে

    ReplyDelete

Post a Comment

Please do not link comment any spam or drive spams content

Previous Post Next Post