হঠাৎ ইন্টারনেট বন্ধ! অফলাইনের সেই বিভীষিকা এড়াতে কী কী করবেন, রইল ৭ টিপস
আজকাল এই ইন্টারনেট বন্ধ করে দেওয়াটাই যেন নতুন ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছে। যে কোনও অশান্ত পরিস্থিতি নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে সরকারের প্রথম পদক্ষেপ হচ্ছে এটাই।
কিন্তু ইন্টারনেট আজকাল দৈনন্দিন জীবনের গভীরে এমনভাবে প্রবেশ করেছে যে সেটা ছাড়া দিন কাটানো মুশকিল। এক মুহূর্তও ইন্টারনেট ছাড়া ভাবাই যায় না। আপনার এলাকাতেও যদি হঠাৎ ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়? ইন্টারনেট ছাড়া যাতে বিপদে না পড়তে হয়, তার জন্য আগেভাগেই সতর্ক থাকতে হবে। আজকের প্রতিবেদনে রইল তেমনই কিছু সতর্কতার হদিশ।
সবসময় সঙ্গে নগদ টাকা রাখুন
অনলাইন কেনাবেচা, টাকা লেনদেনে আপনি যতই স্বচ্ছন্দ হোন না কেন, সবসময় সঙ্গে পর্যাপ্ত নগদ টাকা রাখুন। বাড়ির লকারে তো বটেই, নিজের মানিব্যাগেও পর্যাপ্ত ক্যাশ টাকা রাখা জরুরি। হঠাৎ করে ইন্টারনেট বন্ধ হয়ে গেলে নগদ টাকাই বাঁচাবে।
সব তথ্য, ডকুমেন্টের হার্ডকপি সঙ্গে রাখুন
মোবাইলে যা কিছু জরুরি তথ্য বা ডকুমেন্ট আছে, তার হার্ডকপি যেন সবসময় সঙ্গে থাকে। হঠাৎ করে ইন্টারনেট বন্ধ হয়ে গেলে অনলাইনে কিছুই করা যাবে না। তখন এই হার্ডকপিই একমাত্র ভরসা।
গুগল ম্যাপে অফলাইন ম্যাপ ডাউনলোড
ইন্টারনেট থাকতে থাকতে গুগল ম্যাপ থেকে আপনার রাজ্য, এলাকা বা শহরের অফলাইন ম্যাপ ডাউনলোড করে রাখুন। কোথাও যাওয়ার দরকার হলে সেই ম্যাপ ব্যবহার করা যাবে ফোনে ইন্টারনেট না থাকলেও।
ফোনে পর্যাপ্ত রিচার্জ
ফোনে আজকাল প্রিপেড রিচার্জগুলির প্ল্যান একইরকম। আনলিমিটেড ফোন, দিনে নির্দিষ্ট পরিমাণ ইন্টারনেটের সুবিধা এবং সামান্য কিছু টেক্সট মেসেজ। পর্যবেক্ষকরা বলছেন, আজকাল ফোনে যেন সবসময় পর্যাপ্ত টাকা রিচার্জ করা থাকে সেদিকে খেয়াল রাখা দরকার। হঠাৎ ইন্টারনেট বন্ধ হয়ে গেলে যাতে ফোন করে বা টেক্সট মেসেজের মাধ্যমে যোগাযোগ বজায় থাকে।
বাড়িতে ব্রডব্যান্ড কানেকশন
সরকার থেকে ইন্টারনেট বন্ধ করে দেওয়া হলেও ব্রডব্যান্ড কানেকশনগুলিকে ছাড় দেওয়া হয়। তাই বাড়িতে সম্ভব হলে ব্রডব্যান্ড কানেকশন বসিয়ে নিতে হবে। এতে মোবাইলের নেটের উপর নির্ভরশীলতা কমবে।
মোবাইলে সিনেমা, গান ডাউনলোড
একটা সময় ছিল যখন একাধিক সিনেমা, গুচ্ছ গুচ্ছ গান ডাউনলোড করা থাকত ফোনের মধ্যেই। আজকাল নেটের অভাব নেই, তাই কেউ আর ফোনের মেমরি খরচ করে এসব ডাউনলোড করেন না। যখন কোনও সিনেমা দেখতে হয় বা গান শুনতে হয়, তা অনলাইনেই হয়ে যায়। কিন্তু সাম্প্রতিক পরিস্থিতি বলছে পুরনো সেই দিনের অভ্যেসেই ফিরে যেতে হবে।
ল্যান্ডলাইন ফোন
যদি আপনার এলাকায় ইন্টারনেট বন্ধ করে দেওয়ার সমূহ সম্ভাবনা থাকে, বারবার যদি একই সমস্যার মুখে পড়তে হয় তাহলে আর দেরি না করে ল্যান্ডলাইন ফোন কিনে নেওয়া ভাল। অসময়ে তা কাজে আসবে।
Post a Comment
Please do not link comment any spam or drive spams content