রাষ্ট্রপতি নির্বাচনে (Presidential Election) এবার মূল লড়াই এনডিএ তথা বিজেপির দ্রৌপদী মুর্মুর (Draupadi Murmu) সঙ্গে অধিকাংশ বিরোধী দলের প্রার্থী যশবন্ত সিনহার (Yashwant Sinha)। 

CLUE ONLINE INDIA NEWS PORTAL 



তবে দেশের সাংবিধানিক প্রধানের চেয়ারে বসার বাসনা আছে আরও ১১৩ জনের (113 people)। তাঁরাও রাষ্ট্রপতি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে চেয়ে মনোনয়নপত্র জমা করেছেন। তাঁরা সকলেই আম-আদমি বলা চলে। প্রতিবারই রাজনীতির বৃত্তের বাইরের লোকেরা রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী হন। যেমন প্রধানমন্ত্রী বা প্রধানমন্ত্রী পদপ্রার্থীর বিরুদ্ধেও ভোটে লড়াই করেন কিছু সাধারণ মানুষ।

READ MORE:  কোলেস্টেরল বাড়ায় হার্ট অ্যাটাক, স্ট্রোকের ঝুঁকি! সাবধান হন, এই ৫টা খাবার কোলেস্টেরল কমায়

রাষ্ট্রপতি নির্বাচনের জন্য নির্বাচন কমিশন রাজ্যসভার সচিবালয়ের সেক্রেটারি জেনারেল পিসি মোদীকে নিয়োগ করেছে। বৃহস্পতিবার ছিল মনোনয়নপত্র খতিয়ে দেখার শেষ দিন। মোদী জানিয়েছেন, এনডিএ-র দ্রৌপদী এবং বিরোধী দলগুলির প্রার্থী যশবন্তর মনোনয়নপত্র নির্ভুল ছিল। দু’জনের মনোনয়নপত্রই চূড়ান্তভাবে গৃহীত হয়েছে।

রাজ্যসভার সচিবালয় জানিয়েছে, ১১৫টি মনোনয়নপত্রের মধ্যে ২৮টি শুরুতেই বাতিল হয়েছিল প্রয়োজনীয় নথিপত্র না থাকায়। আজ বাকিগুলি খতিয়ে দেখার পর আটটি মনোনয়নপত্র নির্ভুল পাওয়া গিয়েছে। বাকিগুলি বাতিল হওয়ার কারণ, অনেকেরই মনোনয়নপত্রের সঙ্গে ৫০ জন ভোটারের সমর্থনের প্রমাণ মেলেনি। রাষ্ট্রপতি নির্বাচনে ভোটার হলেন রাজ্যসভা ও লোকসভার সাংসদ এবং বিধানসভার সদস্যরা।

READ MORE:১টি উপদানের অভাব হলেই কেড়ে নেয় রাতের ঘুম! High Blood Pressure-ক্লান্তি-Heart-এর সমস্যা ঘিরে ধরে শরীরকে

রাজ্যসভার সচিবালয় সূত্রের খবর, ২ জুলাই মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। তার মধ্যে কেউ মনোনয়নপত্র প্রত্যাহার না করলে এবার রাষ্ট্রপতি নির্বাচনে আটজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন।  আগেই লেখা হয়েছিল, বিহারের ছাপরা থেকে লালুপ্রসাদ যাদব নামে একজন রাষ্ট্রপতি পদে নির্বাচনে প্রার্থী হচ্ছেন। তবে তিনি ওই রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা রাষ্ট্রীয় জনতা দল সভাপতি লালুপ্রসাদ যাদব নন। তামিলনাড়ুর একজন সমাজকর্মী এবং দিল্লির একজন অধ্যাপকও লড়াইয়ে আছেন।

READ MORE:ফুল নয়, জ্য়ান্ত সাপের মালাবদল করলেন বিয়ে ! দেশজুড়ে তোলপাড়

রাষ্ট্রপতি বা উপ রাষ্ট্রপতি পদে সাধারণ মানুষের একাংশ কেন প্রতিদ্বন্দ্বিতা করেন, কেনই বা কেউ কেউ প্রধানমন্ত্রী বা কোনও তারকা প্রার্থীর বিরুদ্ধে লড়াই করেন? ওয়াকিবহালমহলের একাংশের মতে, নাগরিকদের একাংশ সাংবিধানিক পদগুলির নির্বাচনে লড়াই করে এই সহজ সত্যটাই তুলে ধরতে চান, যে সংবিধানের দৃষ্টিতে সবাই সমান। আবার প্রধানমন্ত্রী বা তারকা প্রার্থীর বিরুদ্ধে লড়াইয়ের মধ্যে নিজেকে পাঁচজনের কাছে তুলে ধরার বাসনা কাজ করে। এমন ব্যক্তিদের নিয়ে বাকিদের বেশিরভাগ মানুষ মজা ঠাট্টা, উপহাস করলেও তাঁরা অধিকাংশই কিন্তু লড়াইকে হাল্কা ভাবে নেন না।


Post a Comment

Please do not link comment any spam or drive spams content

Previous Post Next Post