Child কোভিড-১৯ ভ্যাকসিন নিবন্ধন ফর্ম 2022 Online/how to apply covid19 vaccination with Birth Registration 
👨‍👩‍👧‍👦 Registration https://surokkha.gov.bd/

👩‍👩‍👧‍👦 নিবন্ধন নিবন্ধন https://surokkha.gov.bd/enroll

👨‍🏭কোভিড-১৯ ভ্যাকসিন কার্ড সংগ্রহকোভিড-১৯ ভ্যাকসিন কার্ড সংগ্রহ https://surokkha.gov.bd/vaccine-card

🔠টিকা সনদ  https://surokkha.gov.bd/certificate

টিকা💌💌💟 সনদ যাচাই  https://surokkha.gov.bd/verify

শিশুদের টিকার নিবন্ধন করতে হলে প্রথমে যেতে হবে সরকারের সুরক্ষা প্ল্যাটফর্মের ওয়েব অ্যাপ্লিকেশনে (surokkha.gov.bd)।

এই অ্যাপের নিবন্ধন ফর্মের ঘরে জাতীয় পরিচপত্র, জন্ম নিবন্ধন সার্টিফিকেট এবং পাসপোর্ট (বাংলাদেশি/বিদেশি) অপশন রয়েছে।

এখানে ‘জন্ম নিবন্ধন’ নির্বাচন করে শিশুর ১৭ সংখ্যার জন্ম সনদ নম্বর দিতে হবে। নম্বর দেওয়ার পর শিশুর সব তথ্য কম্পিউটার স্ক্রিনে দেখা যাবে।

এই অংশে বর্তমান ঠিকানার ঘরে গিয়ে বিভাগ, জেলা, উপজেলা/সিটি করপোরেশন, ইউনিয়ন/পৌরসভা/থানা এবং ওয়ার্ডের ঘর পূরণ করতে হবে। একই সঙ্গে মোবাইল নম্বর দিতে হবে।

এরপর আসবে জন্মনিবন্ধন সার্টিফিকেট দিয়ে নিবন্ধিত ৫-১৭ বছরের নাগরিকদের ‘নির্বাচিত টিকা কেন্দ্র’ ঘরটি। সব কেন্দ্র শিশুদের টিকার আওতায় না থাকায় নির্ধারিত কেন্দ্রগুলো থেকে একটি নির্বাচন করতে হবে।

শিশুদের কোভিড টিকার নিবন্ধন কীভাবে?
টিকা কেন্দ্র নির্ধারণের পর ফরমটি সেইভ করলে নিবন্ধনে যে মোবাইল নম্বর ব্যবহার করা হচ্ছে সেখানে একটি ওটিপি (ওয়ান টাইম পাসওয়ার্ড) পাঠানো হবে।

সেই ওটিপি কোড দিয়ে ‘স্ট্যাটাস যাচাই’ বাটনে ক্লিক করলে নিবন্ধন কাজ সম্পন্ন হবে। নিবন্ধন শেষে টিকার প্রথম ডোজের তারিখ ও কেন্দ্রের নাম এসএমএস এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।

এরপর জন্মসনদের নম্বর, জন্ম তারিখ দিয়ে লগ ইন করে এসএমএস এর মাধ্যমে পাওয়া ওটিপি কোড দিয়ে টিকা কার্ড ডাউনলোড করতে হবে।

এসএমএসে যে তারিখ দেওয়া হবে, সেই তারিখে টিকা কার্ড ও জন্মসনদ নিয়ে কেন্দ্রে উপস্থিত হয়ে নিবন্ধনকারী শিশুরা টিকা নিতে পারবে।


৫ থেকে ১১ বছর বয়সী শিশুদের দেওয়া হচ্ছে বিশেষভাবে তৈরি ফাইজারের টিকা। এরই মধ্যে ৩০ লাখ ডোজের বেশি টিকা দেশে এসেছে বলেও জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

পরীক্ষামূলক প্রয়োগের পর সব ঠিক থাকলে আগামী ২৫ অগাস্ট থেকে দেশের অন্যান্য এলাকায় শিশুদের টিকা দেওয়া শুরু হবে।

বৃহস্পতিবার ঢাকার আবুল বাশার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের যে ১৭ শিক্ষার্থীকে পরীক্ষামূলক টিকা দেওয়া হয় তারা সবাই দ্বিতীয় থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থী।

দেশে করোনাভাইরাসের সংক্রমণ শুরুর পর ২০২১ সালের ৮ ফেব্রুয়ারি সারাদেশে ষাটোর্ধ্বদের টিকা দেওয়া শুরু হয়। পর্যায়ক্রমে টিকা পাওয়ার নির্ধারিত বয়সসীমা কমিয়ে আনা হয় ১৮ বছরে।

এরপর ১২ থেকে ১৭ বছর বয়সী শিক্ষার্থীদের করোনাভাইরাসের টিকার আওতায় আনা শুরু হয় গত বছর। পরে বয়স্কদের বুস্টার বা তৃতীয় ডোজ দেওয়া শুরু হয়।

দেশের ৫ থেকে ১১ বছর বয়সী শিশুরাও কোভিড টিকার আওতায় আসছে, আগামী ১১ অগাস্ট ঢাকায় পরীক্ষামূলকভাবে এই কর্মসূচি শুরু করার পর ২৫ অগাস্ট সারাদেশে শিশুদের টিকাদান শুরু হবে।

বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে রোববার রাজধানীর নিপসম মিলনায়তনে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এ কথা জানান স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেন, শিশুদের দেওয়া হবে বিশেষভাবে তৈরি ফাইজারের টিকা।

“১১ তারিখ থেকে আমরা ট্রায়াল শুরু করব। ফল ভালো হলে পুরোদমে শুরু করব। প্রথমে ঢাকায় দেওয়া হবে। পর্যায়ক্রমে দেশের অন্যান্য জেলায় শিশুদের জন্য টিকাদান কার্যক্রম শুরু করব।”


🟢🟩Follow us Facebook   https://www.facebook.com/positivetechusa


অনলাইনে নিবন্ধন
প্রথমে এই পোর্টালের মাধ্যমে জাতীয় পরিচয়পত্র ও সঠিক মোবাইল নম্বর যাচাইপূর্বক অনলাইনে নিবন্ধন সম্পন্ন করবেন।


SMS নোটিফিকেশন
অনলাইনে নিবন্ধন পরবর্তী তথ্য যাচাইপূর্বক পর্যায়ক্রমে টিকা প্রদানের তারিখ ও কেন্দ্রের নাম উল্লেখপূর্বক মুঠোফোনে খুদেবার্তা পাবেন।

কোভিড-১৯ করোনা ভ্যাকসিন গ্রহণের প্রক্রিয়া

টিকা কেন্দ্রে টিকা গ্রহণ
মুঠোফোনে খুদেবার্তা প্রাপ্তি সাপেক্ষে টিকাকার্ড জাতীয় পরিচয়পত্র ও সম্মতিপত্রসহ নির্দিষ্ট তারিখে টিকাদান কেন্দ্রে স্ব-শরীরে উপস্থিত হয়ে কোভিড-১৯ টিকা গ্রহণ করবেন।





Post a Comment

Please do not link comment any spam or drive spams content

Previous Post Next Post