Dharmatala
Dharmatala: কেউ বলে বৌদ্ধরা থাকত-কেউ বলে মসজিদ, তা হলে ধর্মতলা নাম কেন?
Dharmatala
Name Significance: শহর কলকাতার প্রাণকেন্দ্র ধর্মতলা। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে কয়েক লক্ষাধিক মানুষের ভিড়ের ঢল নেমে আসে এখানে।
হুগলি নদীর পার্শ্ববর্তী স্থান হওয়ায়, ব্যস্ততা এখানে সর্বক্ষণের। ধর্মতলার প্রতিটি দিক জুড়ে ছড়িয়ে রয়েছে দর্শনীয় স্থান।
|
Dhamatala Kolkata |
Dharmatala
Name Significance: শহর কলকাতার প্রাণকেন্দ্র ধর্মতলা। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে কয়েক লক্ষাধিক মানুষের ভিড়ের ঢল নেমে আসে এখানে।
READ MOER মৈত্রী এক্সপ্রেস ঢাকা থেকে কলকাতা ঢাকা ক্যান্টনমেন্ট স্টেশন থেকে সকাল ৮:১৫ সময়ে ছেড়ে কলকাতা চিতপুর স্টেশন এ পৌঁছায় বিকাল ৪টায়।
হুগলি নদীর পার্শ্ববর্তী স্থান হওয়ায়, ব্যস্ততা এখানে সর্বক্ষণের। ধর্মতলার প্রতিটি দিক জুড়ে ছড়িয়ে রয়েছে দর্শনীয় স্থান। মহানগরীর ধর্মতলা স্ট্রিট আজকের যুগে এত ব্যস্ত হয়ে উঠেছে এমন নয়। সেই ব্রিটিশ কাল থেকে এই এলাকা জুড়ে তৈরি হয়েছে বাণিজ্য, স্থাপত্য, ঐতিহ্য। ধর্মতলার একটি... সাহেবি নামও আছে, এসপ্ল্যানেড।
Know More Dharmatala
ধর্মতলার নামকরণ কীকরে হল তা নিয়ে একটি বিস্তর ইতিহাস আছে। সেই ইতিহাস নিয়ে আছে দ্বিমতও। নাম শুনে আঁচ করাই যায়, চর্চার কারণেই হয়তো জায়গাটির নাম হয়ে উঠেছে ধর্মতলা।
|
if You use metro you can stopes is Explained |
কীভাবে ধর্মতলার নামকরণ?
এখন ধর্মতলায় যে টিপু সুলতান মসজিদ আছে, তার পাশেই কুক কোম্পানির ঘোড়ার একটি আস্তাবল ছিল এখানে।
সেই আস্তাবলের পাশেই ছিল একটি মসজিদ। সেই মসজিদ অবশ্য এখন আর নেই। তার পাশেই
১৮৪২ সালে টিপু সুলতানের প্রিন্স গোলাম মহম্মদ একটি মসজিদ তৈরি করেন, যা বর্তমানে টিপু
সুলতান মসজিদ নামে পরিচিত।
|
in Metro Kolkata |
|
For Senior Only |
|
For Senior Only in metro
|
দ্বিতীয় আরও একটি মত আছে ডাঃ হর্ণেলের। তাঁর মতে, তৎকালীন
জানবাজারে বৌদ্ধধর্মালম্বীদের বাস ছিল এখানে। তারা বিভিন্ন অনুষ্ঠান, উৎসব করতেন। আর
সেখান থেকেই ... নাম হয় ধর্মতলার।
|
Waiting for Metro At New Goria Station |
আবার এও কথিত আছে, এখানে ধর্মঠাকুরের মন্দির থেকেই নামকরণ
হয়েছে ধর্মতলার। এই ধর্মঠাকুরের মন্দিরকে কেন্দ্র করে নানান রকম উৎসব হতো। ধর্মঠাকুর
বাউরি, ডোম এই জাতির দেবতা। সেই ধর্মঠাকুরের মন্দির নাকি আজও
|
Crowdy New Market Area Kolkata |
|
Dharmatala Bus Station
|
|
Hair Car Kolkata City |
এখানে হগ মার্কেটের আগে ছিল মেম্বা পীরের বাজার। পরে হগ সাহেবের বাজার প্রতিষ্ঠার পর পুরনো বাজারের প্রতিপত্তি কমে যেতে থাকে।
|
Vellore India |
|
CMC Vellore India |
বর্তমানে ধর্মতলা স্ট্রিটের নাম লেনিন সরণি। এই লেনিন
সরণির অলি গলি জুড়ে রয়েছে নানারকম ঐতিহ্যবাহী ইতিহাস। সে সময়ে ছিল না আধুনিকতার ছোঁয়া।
আজ
এই লেনিন সরণি জুড়ে গজিয়ে উঠেছে ঘিঞ্জি দোকানপাট, নিউ মার্কেট।
|
Shiyaldha Junction |
|
Shiyaldha Junction |
ধর্মতলার কাছেই শহীদ
মিনার, ফোর্ট উইলিয়াম দুর্গ, ইডেন গার্ডেন্স। ধর্মতলাস্থিত মেট্রোপলিবিল্ডিং, ট্রাম
ডিপো...কী নেই! কয়েক লক্ষ মানুষের রোজনামচা জীবন কাটছে এই ধর্মতলাকে কেন্দ্র করে।
Read More
কলকাতা শুধু ব্রিটিশ ভারতের পূর্বতন রাজধানীই ছিল না, আধুনিক ভারতের সাংস্কৃতিক ইতিহাসে সবার আগে চলে আসে এই মহানগরীর নাম। গোটা দেশের মধ্যে এই শহরের মানুষই প্রথম গ্রহণ করেছিলেন পাশ্চাত্য আধুনিকতা। তা বলে আমাদের পুরোনো উত্তরাধিকারগুলোকেও এই শহর ত্যাগ করেনি। বরং ঐতিহ্যের সঙ্গে আধুনিকতাকে সফলভাবে মিশিয়ে হয়ে উঠেছে ভারতের সাংস্কৃতিক রাজধানী।
সৃজনশীলতার উপযোগী মুক্ত বৌদ্ধিক চর্চায় কলকাতা সারা ভারতের অন্য সব জায়গার থেকে এগিয়ে। এই শহরের একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল পাড়া সংস্কৃতি। এখানকার একেকটা পাড়ায় একেক রকম আমেজ, একেকরকম পরিবেশ। শ্যামবাজারের যে ফ্লেভার, তা আপনি কলেজ স্ট্রিটে পাবেন না, আবার কলেজ স্ট্রিটের যে পরিবেশ, তার বিকল্প পাবেন না গড়িয়াহাটে। আজ কলকাতার একটা বিশেষ অঞ্চলের গল্প আপনাদের বলব। জায়গাটার নাম ধর্মতলা, যা আবার এসপ্ল্যানেড নামেও পরিচিত
কলকাতার অন্যতম পরিচিত আর জমজমাট অঞ্চল এই ধর্মতলা। জায়গাটা কিন্তু খুবই পুরোনো। একটা সময়ে লালমুখো সাহেবরা বাস করতেন এখানে। তবে এখনকার মতো ঘিঞ্জি ছিল না এই এলাকা। বরং ছিল পরিকল্পিতভাবে সাজানো-গোছানো আর পরিষ্কার। তবে জায়গাটার নাম ‘ধর্মতলা’ হল কীভাবে? এই নিয়ে প্রচলিত আছে অনেকগুলো মত। একটি মত জানিয়েছিলেন রেভারেন্ড জেমস লং।
|
Rare Fruits in Asian Subcontinent |
|
Catholic Church Vellore India |
|
| Catholic Church Vellore India | |
|
Catholic Church Vellore India |
|
Catholic Church Vellore India |
|
Catholic Church Vellore India |
|
Catholic Church Vellore India |
|
Bishop House Vellore India |
|
Blessed Mother Teresa Child Care house Vellore India |
|
Blessed Mother Teresa Child Care house Vellore India |
|
Chapel CMC India |
সেই পাদ্রি সাহেব, যিনি ইউরোপিয় হয়েও রুখে দাঁড়িয়েছিলেন ইংরেজ শাসকদের অত্যাচারের বিরুদ্ধে। লং সাহেব মনে করতেন, এখন যেখানে ধর্মতলায় এখন যেখানে টিপু সুলতান মসজিদ, আগে তার পাশে একটা ঘোড়ার আস্তাবল ছিল।
|
At CMC Vellore India All are BD Garo |
সেই আস্তাবলের জমিতে আরেকটা মসজিদ বানানো হয়েছিল, যেটা আর নেই। সেই মসজিদের প্রথম কারবালার সমাবেশ হত মহানগরে। এরকম ধর্মীয় পরিবেশ ছিল বলেই জায়গাটার নাম ধর্মতলা হয়েছে। সেই মসজিদ এখন আর নেই। অন্যদিকে ডাঃ হর্নেল সাহেব একটা অন্য ব্যাখা দিয়েছিলেন। তিনি জানিয়েছিলেন, জানবাজার এলাকায় বৌদ্ধদের একটা বসতি ছিল। তারা বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান করতেন, সেখান থেকেই ধর্মতলা নামটা এসেছে।
|
the British made it 1816 |
|
the British made it 1816 |
|
the British made it 1816 |
|
the British made it 1816 |
|
the British made it 1816 |
|
the British made it 1816 |
তবে এখনকার গবেষকদের অনেকেই মনে করেন, ধর্মতলা নামের সঙ্গে গ্রামবাংলার উপাস্য দেবতা ধর্মঠাকুরের একটা যোগ আছে। তিনি রাঢ় অঞ্চলের দেবতা। একটা সিঁদুর মাখানো এবড়োখেবড়ো পাথরের টুকরোতে পুজো হয় তাঁর। বাউড়ি, বাগদি, হাড়ি, ডোম জাতির মানুষেরা এই দেবতার উপাসক। একদল নিন্মবর্গের মানুষ জানবাজার অঞ্চলে বসবাস করতেন একসময়ে। তাঁরা ধর্মঠাকুরের পুজো করতেন, সেই দেবতার একটা মন্দিরও বানিয়েছিলেন সেখানে। পণ্ডিত হরপ্রসাদ শাস্ত্রী দেখেছিলেন সেই মন্দির। বিনয় ঘোষ জানিয়েছেন, এখানে মহাসমারোহে ধর্মঠাকুরের পুজো হত, গাজন হত, মেলা বসত – সব মিলিয়ে একটা জমজমাট উৎসব এখানে চালু ছিল।
ধর্মতলা জায়গাটার একদিকে ছিল ফোর্ট উইলিয়াম দুর্গ, আরেকদিকে ছিল জনবসতি। দুর্গ আর শহরের মাঝখানের জমিকে ইংরেজিতে বলে এসপ্ল্যানেড। যে কারণে ধর্মতলা সাহেবদের মুখে এসপ্ল্যানেড নামেও পরিচিত হয়ে উঠেছিল। এখানে আগে মেম্বা পিরের বাজার ছিল বলেও জানা যায়। পরে হগ সাহেবের বাজার চালু হলে পুরোনো এই বাজারের প্রতিপত্তি কমে যায়।
Post a Comment
Please do not link comment any spam or drive spams content