IMEI এটা খুব গুরুত্বপূর্ণ সবার ফোনের একটা অংশ । যা কিনা সবসময় নিজের কাছে রাখতে হয় গোপনে । IMEI full meaning is International Mobile Equipment Identity. এখানে সাধারণত ১৫ ডিজিটের Number. যেকোন মোবাইলের IMEI জানার জন্য শুধু যেকোন মোবাইলের কি পেডে চাপুন এইভাবে *#০৬# তাহলে দেখতে পাবেন আপনার IMEI নাম্বারটি । জেনে থাকবেন যে প্রতি ফোন কে আলাদা ভাবে চেনার জন্য এই IMEI নাম্বার টা ব্যাবহার করা হয়ে থাকে । একটি ফোনে  সাধারণত দুই বা ততোধিক IMEI থাকতে পারে । তবে তা সাধারণত নির্ভর করবে ঐ নির্দিষ্ট ফোনে কত গুলো SIM ( Subscriber Identity Module) ব্যবহার করা যাবে ।


IMEI নাম্বার দিয়ে কি কি করা যায় ঃ

ধরুন আপনার ফোন চুরি হয়ে গেল  আপনি আর আপনার ফোন খোঁজে পাচ্ছেন না । তাহলে কি করা যায় ।  আর বুজি ফোন ফিরে পাওয়া যাবেনা  এমনটা একদম ঠিক না । মোবাইল কোম্পানী IMEI  ব্যবহার করে আপনার চুরি বা হারিয়ে যাওয়া ফোন কোথায় আছে তা বের করে দিতে পারে মোবাইল অপারেটরের সহযোগীতায় । সিম কোম্পানী IMEI  এর সহযোগীতায় কোন সিম ঐ হারিয়ে যাওয়া ফোনে লাগানো আছে তা জানতে পারে এমনকি সিম টাও বিচ্ছিন্ন করে দিতে পারে । এখন পুলিশের কাছে অত্যাধুনিক স্পট লোকেশন আইডেন্টীফিকেশন সফটওয়ার আছে যা কিনা সিম কম্পানীর সহযোগীতায় চুরি হয়ে যাওয়া ফোনের স্পট লোকেশন অবস্থান বের করে খুব সহজে ফোন উদ্ধার করে নিতে পারে । খুব সহজে এই ভাবে যে কেউ তার হারিয়ে যাওয়া ফোন খোঁজে পেতে পারেন । তাই আপনার ফোনের IMEI সর্বদা নিজের কাছে সংরক্ষন করবেন । 

অনেক সাইট আছে যার সাহায্যে IMEI এর অনেক তথ্য আপনি পেতে পারেন খুব সহজে । Track a phone number by your IMEI. find your mobile with IMEI. Track IMEI; IMEI tracker, How to Track IMEI number in your country or USA . 

আজকাল সেটেলাইট নেটওয়ার্ক এর মত বড় বড় নির্মাতা প্রতিষ্ঠান IMEI ব্যবহার করছে বিভিন্ন তথ্য ও তত্ত্ব সেবা ও পরিসেবা প্রদানের জন্য । বিভিন্ন দেশে এই IMEI অনেক গুরুত্ব দিয়ে দেখা হয় কারন বিভিন্ন অপরাধ মোবাইলের মাধ্যমে হয় তাই খুব সচেতনার মধ্যে দিয়ে এই IMEI ব্যাবহার করা হয় । বর্তমানে শুধু মোবাইলেই IMEI  সিমাবদ্ধ না রক্ষে বিভিন্ন ডিভাইসে IMEI প্রয়জন মত ব্যাবহার করছে । বিভিন্ন গাড়ি, সাইকেল, মটরসাইকেল ইত্যাদিতে ব্যাবহার করছে । কারন এগুলো খুব সহজে ট্রেকিং করা যাচ্ছে এবং প্রয়োজন । IMEI হলো একজন মোবাইল গ্রাহকের সুনিশ্চিত করন একটি ধাপ । এছাড়াও বর্তমানে মোবাইলের সর্বোচ্চ ব্যাবহারের ফলে এই IMEI  সুচালো ও সুচারূ হিসেবে মোবাইল সিম কোম্পানীর কাছে গুরুত্বপূর্ণ । বর্তমানে স্যাটেলাইট থাকার কারণে খুব সহজে IMEI  এর তথ্য থাকলে একজন গ্রাহক কোথায় আছে কোথায় অবস্থান করছে কি করছে সকল তথ্য সুন্দর ভাবে টিভির পর্দায় চলে আসছে । 


Post a Comment

Please do not link comment any spam or drive spams content

Previous Post Next Post