খামাল জনিক নকরেক ছিলেন গারোদের আদি সাংসারেক ধর্মের ধারক ও বাহক।
জনিক নরেকের মত অনেক গারো এলাকাতেও সাংসারেক ধর্মের খামাল ছিল। কিন্তু মধুপুরের আবিমা বনাঞ্চলের খামাল জনিক নকরেক ছিল অন্যতম।
তাঁর এই গারো সমাজ সংস্কৃতি ও আদি গারো ধর্ম লালন, ধরণ ও সংরক্ষণকে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, লেখক ও গবেষকগণ গবেষণা বিষয় করে অনেক বড় বড় ডিগ্রি অর্জন করেছেন। এছাড়াও আমেরিকান আন্তর্জাতিক ফ্লিম ফেস্টিবাল থেকে এক বাংলাদেশী মহিলা পুরস্কার জিতেছেন খামাল জনিন নকরকের আদি ধর্ম নিয়ে নির্মিত সল্প দৈর্ঘ সিনেমা তরি করে ।
তিনি আদি গারো সাংসারেক ধর্মকে লালন ধারণ করে শতবছর ধরে জীবন্তু কিংবতন্তীর সাক্ষী ছিলেন ।
সাংসারেক ধর্মের ধারক বাহক জনিক নকরেক গারোদের আদি ধর্ম সাংসারেক। দেড় দুইশ’ বছর পূ্র্বে গারোরা প্রায় সবাই নিজেদের আদি ধর্ম সাংসারেক পালন করত। বিগত পঞ্চাশ থেকে আশি দশকের মধ্যে খ্রিস্টের মধুর বাণীতে প্রায় শতভাগ গারো খ্রিস্ট ধর্মে দীক্ষিত হয়।
তিনি প্রতি বছর ওয়ানগালাসহ গারোদের সাংসারেক ধর্মের সব ধরণের পূর্জা পার্বন আচার অনুষ্ঠান পালন করতেন। গারোদের শতাধিক দেব দেবীর নাম তিনি বলতে পারতেন এবং বাড়িতে সকল দেবদেবীর নাম সংরক্ষণ করতেন। তিনি ভারতের ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রীর আমন্ত্রণে গারোদের ওয়ানগালা অনুষ্ঠানে খামালের দায়িত্ব পালন করেছেন। গারো অঞ্চলের প্রায় শতভাগ এলাকায় গারোদের আদি সংসারেক ধর্ম বর্জন হলেও তিনি আদি বিশ্বাসকে আমৃত্যু লালন ও ধারণ করে করেছেন।
Post a Comment
Please do not link comment any spam or drive spams content