সমুদ্রে তলিয়ে গেছিল জাহাজ, ডুবে ছিল প্রায় এভারেস্ট সমান গভীরে! ৭৮ বছর পর খোঁজ মিলল



বিশ্বে বহু জাহাজডুবির ঘটনা ঘটেছে। কিছু জাহাজের সন্ধান মিলেছে। আবার কিছু জাহাজ এখনও অতল সমুদ্র গহ্বরে তলিয়ে গেছে। যার খোঁজ আজও মেলেনি। কোথায়, কীভাবে এই জাহাজগুলি তলিয়ে গেছে তার উত্তর আজও অজানা। বিশ্ব কোষে এমনই নানান রহস্য লুকিয়ে আছে। সম্প্রতি এমনই এক জাহাজডুবির ঘটনা সামনে এসেছে। ৭৮ বছর পরে খোঁজ মিলল এই জাহাজের। স্যামুয়েল বি বা স্যামি বি (Sammy B)। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ফিলিপিন্সের সমুদ্রে ডুবে যায় এই জাহাজ।

চমক এখানেই শেষ নয়। জাহাজটি মিলেছে সমুদ্রপৃষ্ঠ থেকে ৬ হাজার ৮৯৫ মিটার গভীরে! অবাক হলেন, হ্যাঁ সম্প্রতি এমনই ঘটনা সাড়া ফেলে দিয়েছে দুনিয়ায়। কারণ এখনও পর্যন্ত এটিই সমুদ্রের সবচেয়ে গভীরে ডুবে থাকা ধ্বংসাবশেষ।

আমেরিকার একটি অভিযাত্রী দল এই জাহাজের ধ্বংসাবশেষ খুঁজে পায়। তাও একদিনে নয়। টানা আটদিন অভিযান চালিয়ে জাহাজের এক একটা অংশের খোঁজ মেলে। ক্যালাডান ওশানিক নামক একটি সংস্থার কর্নধার ভিক্টর ভেসকোভো, সোনার বিশেষজ্ঞ জেরেমি মোরিজেট এই জাহাজের ধ্বংসাবশেষ উদ্ধার করেন। ভিক্টরই, এই জাহাজের ছবি প্রকাশ্যে আনেন।

জেনে নেওয়া যাক স্যামি বি (Sammy B) সম্পর্কে কিছু তথ্য

এটি একটি আমেরিকান যুদ্ধ জাহাজ। দ্বিতীয় বিশ্বযুদ্ধের (World War II) সময় জাপানের বিরুদ্ধে লড়াই করার সময় এই জাহাজ ক্যাপ্টেন সহ ২২৫ জনকে নিয়ে প্রশান্ত মহাসাগরের তলায় ডুবে যায়। সেই সময় ফিলিপিন্স ছিল আমেরিকার ঔপনিবেশ। কিন্তু জাপান সেই সময় ফিলিপিন্স দখল করতে উদ্ধত হয়।


জাপানের বিরুদ্ধে আমেরিকা যে যুদ্ধ জাহাজ পাঠিয়েছিল তার মধ্যে চারটির সলিল সমাধি হয়। তার মধ্যেই ছিল স্যামি বি। যার পুরো নাম ‘ইউএসএস ডেস্ট্রয়ার এসকর্ট স্যামুয়েল বি রবার্টস’ (USS Samuel B Roberts)। ১৯৪৪ সালে ২৫ অক্টোবর লড়াইয়ের সময় এই জাহাজ ডুবে যায়। তারপর থেকে আর খোঁজ মেলেনি।

READ MORE হঠাৎ ইন্টারনেট বন্ধ! অফলাইনের সেই বিভীষিকা এড়াতে কী কী করবেন, রইল ৭ টিপস

অবশেষে ৭৮ বছর পর, এই জাহাজের ধ্বংসাবশেষ উদ্ধার হয়। আমরেরিকার সেনা বাহিনী সূত্রে খবর ছিল এই জাহাজে ২২৪ জন ক্রু ছিলেন। সবারই মৃত্যুর খবর মিলেছিল। কিন্তু অদ্ভুতভাবে বেঁচে যান ওই জাহাজের ক্যাপ্টেন রবার্ট ডব্লিউ কোপল্যান্ড।

READ MORE: ৭৩ বছর বয়েসেও হার না মানা জেদ, ৪০ ফুট উঁচু থেকে গঙ্গায় ঝাঁপ বৃদ্ধার! তারপর

ভিক্টর ভেসকোভোর নেতৃত্বে ছয়জন ডুবুরির যে দল এই অভিযান চালান তাঁরা সমুদ্র গহ্বরে দুটি টুকরো দেখতে পান। ভিক্টর জানান, এই জাহাজের উদ্ধার খুবই আকস্মিক ঘটনা। কারণ তাঁরা একটি অন্য জাহাজের সন্ধান চালাচ্ছিলেন। তার বদলে মেলে এই জাহাজের খোঁজ।

এর আগে এই ভিক্টর ভেসকোভোর (Victor Vescovo) দল ২০২১ সালে সমুদ্রপৃষ্ঠ থেকে ৬,৫০০ মিটার গভীরে ইউএসএসস জনস্টনের খোঁজ দিয়ে সাড়া ফেলে দিয়েছিল। একবছর আগে পর্যন্ত সেটাই ছিল সবচেয়ে গভীরে পাওয়া জাহাজের ধ্বংসাবশেষ। এবার সেই রেকর্ড ভেঙে দিল স্যামি বি।

যদিও এখনও গ্যাম্বিয়ার বে (USS Gambier Bay) নামক যে জাহাজের খোঁজ চালাচ্ছিলেন ভিক্টর তার খোঁজ মেলেনি। ভবিষ্যতে হয়তো সমুদ্রের আরও গভীর থেকে মিলবে তার খোঁজ।


Post a Comment

Please do not link comment any spam or drive spams content

Previous Post Next Post