biodiversity changing
রাক্ষুসে সাকার মাছ বুড়িগঙ্গা চুষে খাচ্ছে বিষাক্ত সাকার মাছ!
সে সময় অতিক্রম করার পর সরকার মাছটিকে নিষিদ্ধ করে প্রজ্ঞাপন দিয়েছে।
২০০৮ সালে আফ্রিকার রাক্ষুসে মাছ পিরানহা বাংলাদেশে চাষ করা, পোনা উৎপাদন, বংশবৃদ্ধি, বাজারজাত করা ও কেনাবেচা সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হয়। ২০১৪ সালে নিষেধাজ্ঞা আরোপ করা হয় আফ্রিকান মাগুরের আমদানি, উৎপাদন ও বিপণনের ওপর। একই ধরনের কারণে এবার ‘সাকার মাউথ ক্যাট ফিশ' নিষিদ্ধ হচ্ছে বলে জানান মৎস্য অধিদপ্তরের উপপরিচালক (মৎস্যচাষ) ড. মো. খালেদ কনক। সম্প্রতি ঢাকার বুড়িগঙ্গা নদীসহ আশেপাশের নদী ও জলাশয়ে ব্যাপক আকারে ধরা পড়তে থাকে সাকার ফিশ। ঢাকার পাশের জেলা গাজীপুরের জলাশয়ে অতিমাত্রায় পাওয়া যেতে থাকে সাকার ফিশ। দেশের সবচেয়ে বড় প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র হালদা নদীতেও ছড়িয়ে পড়েছে এই সাকার মাছ। ফলে দেশের মৎস্য খাতে বড় ধরনের বিপর্যয়ের আশঙ্কা করছেন মৎস্যবিজ্ঞানীরা। সাকার মাছের ইংরেজি নাম Suckermouth Catfish বা Common Pleco। মাছটি দেশের জন্য ক্ষতিকর বলে দীর্ঘদিন ধরে প্রচার চালিয়ে আসছে মৎস্য অধিদপ্তর।
মাছটি আশির দশকে প্রথম ব্রাজিল থেকে আনা হয়েছিল বাহারি মাছ হিসেবে। কিন্তু সেটি এখন ছড়িয়ে পড়েছে জলাশয়ে। যাকে জীববৈচিত্র্যের ওপর হুমকি হিসেবে দেখছেন মৎস্যবিজ্ঞানীরা।
Post a Comment
Please do not link comment any spam or drive spams content