মধুপুর গড়ে আদিবাসীদের উপর  একটি মামলার বিবরণ


বন বিভাগের একটি মামলার বিবরণ –সকল মামলার বিবরণ প্রায় একিরকম । মোক্কদমা নং পি ও আর নং ১৬/বারী/২৯/জাউস/৯২-৯৩
বেরিবাইদ/জাতীয় উদ্যান সদর অপরাধের ধরন 
অবৈধ ভাবে সংরক্ষিত বনে গাছ কাটা  পাচারের অপচেষ্টা ।
অপরাধ উদ্ঘাটনের তারিখ ৩১/৮/৯২ সকাল ৮ ঘটিকা; চিলমারী বন এলাকা ।
উদ্ঘাটনকারী – মতিয়ার রহমান ফরেস্টার ও স্টাফ
সমস্ত ঘটনার বিস্তারিত বর্ণনা সম্বলিত পূর্ণ রিপোর্ট
(অপরাধ সংঘটনের পর  একদিনের মধ্যে প্রস্তুত করিতে হইবে)


“ইংরেজী ৩১/৮/৯২ তারিখ রোজ সমবার সকাল আনুমানিক ০৮ ঘটিকায় সময় আমি মোঃ মতিয়ার রহামান ফরেষ্টার বিট কর্মকর্তা বেরিবাইদ বিট এবং অপর পৃষ্ঠায় স্বাক্ষীর  কলামে বর্ণীত সর্বজন ১ ।মজিবর মিয়া বঃপ্রঃ ২। আঃ হাসেম মোল্লা বঃপ্রঃ ৩। আজাদ মোঃ খান বঃপ্রঃ বেরীবাইদ মৌজার ১৮২ নং দাগে টহল দান কালে ঘটনাস্থল হইতে আনুমানিক ৫০ গজ দূর হইতে গাছ কাটার শব্দ শুনিতে পাই । আমরা শব্দস্থলকে অনুসরন করিয়া অগ্রসর হইতে থাকি ।

 ঘটনা স্থল হইতে আনুমানিক ২০ গজ হইতে দেখিতে পাই যে, অপর পৃষ্ঠায় আসামীর কলামে বর্ণিত আসামীগণ কড়াত দাড়া ১নং ও ২ নং আসামী গাছ কাতিতেছে । 

৩ নং ও ৪ নং আসামী কর্তৃক গাছের ডালপালা কুড়াল দারা ছাটিতেছে । আমরা আসামীদের ধরার জন্য আরো অগ্রসর হইলে মারথিন রিছিল আমাদের আগমন টের পায় এবং উচ্চস্বরে চীৎকার করে ফরেস্ট স্টাপ আসিয়াছে পালাও; আসামীরা পালাইবার জন্য দক্ষিণ দিকে দৌড়াইতে থাকে ।

 আমরা তাহাদের ধরিবার জন্য পিছু পিছু দৌড়াইতে থাকি ।কিন্তু তাদের ধরিতে পারিনাই । তাহারা গভীর জংগলে পাইলা যাইতে সক্ষম হইয়াছে । আমরা তাহাদের ঘটনা স্থলে নামে ধামে চিনিতে পারিয়াছি । অতঃপর আমরা ঘটনা স্থলে ফিরিয়া আসি ভাল ভাবে তল্লাসি চালাইয়া দেখিতে পাই আসামীরা ৪ টি গাছ কাটিয়াছে । ৪ টি মোথা ও বিভিন্ন মাপের ১১ টি লগ ঘটনাস্থলে জব্দ করিয়া তালিকা তৈ্রি করি । নোট বহি পাতা নং ৬/৩০৫ তে লিপি এবং মালামাল গুলি অফিসে নিয়ে আসি ও সরকারী হেফাজতে রাখি ।
অতএব আসামীরা ১৯২৭ সনের বন আইন যাহা ১৯৯০ সনের সংষোধিত ২৬(১এ) ধারা মতে শাস্তি পাওয়ার যোগ্য অপরাধ করিয়াছে ।  
আসামীদের নাম ১। মারথিন  ২। সোরা ৩। সাজস, ৪। সদিপ গ্রাম- রাজবাড়ী; থানা – মধুপুর ,জেলা- টাঙ্গাইল ।  

Post a Comment

Please do not link comment any spam or drive spams content

Previous Post Next Post