কাটা,
জখম ও হাড়ভাঙ্গা চিকিৎসায় বাংলাদেশে ব্যবহৃত উদ্ভিদসমুহ
কেটে যাওয়া, জখম হওয়া এবং হাড় ভাঙ্গা সারাতে বাংলাদেশে ব্যবহৃত ঔষধি উদ্ভিদ (Plants used in Bangladesh for healing cuts, wounds and
fractured bones)
জখম ও কাটা স্থান সারানোর ঔষধিঃ
১। কেশরাজ – Eclipta alba : কাটা স্থানে সতেজ পাতা পিষে প্রলেপ দিলে রক্ত পড়া বন্ধ হয় এবং দ্রুত ক্ষত আরোগ্যো হয় ।
২। গাঁদা – Tagetes erecta : কাটা স্থানে সতেজ পাতা পিসে প্রলেপ দিলে রক্ত পড়া বন্ধ এবং ঘা শুকিয়ে যায় ।
৩। দূর্বাঘাস – Cynodon dactylon – দূর্বাঘাস পানি ছাড়া বেটে বা চিবিয়ে কাটা স্থানে বসিয়ে দিলে। রক্তপড়া দ্রুত বন্ধ হয় এবং কাটাস্থান দ্রুত জোড়া লেগে যায় ।
৪। ক্যালেন্ডুলা – Calendula officinalis – কোন স্থান কেটে গেলে, আঘাত লেগে ছিন্নভিন্ন হয়ে গেলে । ক্যালেন্ডুলা মাদার টিংচার তুলা দ্বারা বাইরে
প্রয়োগ করলে রক্ত পড়া বন্ধ করে, বেদনা নাশ করে, কাটাস্থান জোড়া লাগে ও ক্ষত শুকায় । মাদার টিংচার প্রস্তুত প্রনালী : তাজা ফুলের মন্ড ৭০০ গ্রাম স্ট্রং এলকোহল ৪৩৭ গ্রামে রেখে ৭/৮ দিন আলোড়িত করে ফিল্টার করে নিলে ১০০০ সি. সি মাদার টিংচার পাওয়া যায় । (তথ্য ড. আবুল হাসান – ঢা.বি.)
৫। আসাম লতা – Mikania cordata - কাটাস্থানে পাতা কচলিয়ে লাগালে রক্তপড়া বন্ধ হয় এবং কাটাস্থান জোড়া লাগে । (তথ্য – পার্বত্য চট্টগ্রাম – ঔষধি উদ্ভিদ – ১ম খন্ড)
৬। আয়াপান – Eupatorium ayapana - আয়াপানের পাতা বেটে কাটা স্থানে চেপে বেঁধে দিলে রক্ত পড়া বন্ধ হয়ে যায়। (তথ্য পা. চা ঔষধি উদ্ভিদ ১ম খন্ড)
৭। টগর – Tabernaemoutana
divaricata – গাছের ছাল রক্ত পড়া বন্ধ করে ।
৮। তেতুল – Tamarindus indicus – ফলের ছালের গুড়া অতিরিক্ত রক্ত ক্ষরণ বন্ধ করে।।
৯। ত্রিধারা - Tridax procumbens - ক্ষত ও কাটাছেড়ার রক্তপাত বন্ধ করতে পাতা থেঁতলানো ।
অত্যন্ত কার্যকরী।
১০। কামরাঙা - Averrhoa caramabloa – রক্তপাত নিবারণে কামরাঙা অত্যন্ত ফলপ্রসু (তথ্য ভেষজ ঔষধ আব্দুল গণি)।
১১। মুন্ডি মুরমুরিয়া – Sphaeranthus indicus – পাতার রস রক্তপাত বন্ধ করে।
১২। পলাশ - Butea monosperma – পাতা রক্ত ক্ষরণ বন্ধ করে; ছালের নির্যাস সংকোচক।
১৩। বন হলুদ – Curcuma aromatical
১৪। হলুদ - Cucuma longa মচকা ব্যাথায় হলুদেও সাথে চুন মিশিয়ে প্লাস্টার করে দিলে ব্যাথার। উপশম হয় এবং মচকা ভাল হয় ।
১৫। মনকাটা – Xeromphis spinosa – ফোড়া
বা পায়ের কাটা সাড়ানোর জন্য ব্যবাহার করা হয় ।
হাড়ভাঙ্গা সারানোর ঔষধি
১। গাদা –Tagetes erecta – ফুল পানিতে ভিজিয়ে লোসনের মত হাড় মচকানো ও ভাঙ্গায়
লাগালে ভাল হয় ।
২। হাড়ভাঙ্গা/হাড়জোড়া লতা -(Cissus quadrangularis – গুড়াকৃত মূল হাড় ভাঙ্গার চিকিৎসায়। অত্যন্ত
কার্যকরী । পাতা ও লতা হাড়ভাঙ্গায়
পট্টি হিসাবে ব্যবহৃত না করে দুইভাগ হাড় ভাঙ্গার ডাটা,
২ ভাগ গন্ধ ভাদুলির পাতা,
২ ভাগ নিশিন্দার পাতা এবং ১ ভাগ ধুতুরার পাতা একত্রে
বেটে মন্ড করে । একটু গরম অবস্থায় ১
দিন পরপর ব্যবহার করলে দ্রুত কাজ হয় ।
৩। অর্জুন – Terminalia
arjuna - সমপরিমান অর্জুন ছাল ও রসুন বেটে হাড় ভাঙ্গা স্থানে
প্লাস্টার করলে ভাঙ্গা জোড়া লেগে যায়। সন্ধি হাড় ভেঙ্গে গেলে দুধ ও ঘি এর সাথে
অর্জুন ছাল চূর্ণ পান করলেও ভাল উপকার পাওয়া যায় ।
৪। চামেলী - Jasmnum grandiflorum - ফুল ও পাতার নির্যাস হাড় ভাঙ্গায় প্রলেপ দেয়া হয় ।
(তথ্য পা, চ, ঔষধি
উদ্ভিদ ১ম খন্ড) ।
৫। নিসিন্দা –
vitex negundo : পাতা
বাটা হাড় মচকানোর ব্যাথা দূর করে ।
৬। পাথর কুচি – Kalanchoe
pinnata - শরীরের কোন স্থান ভেঙ্গে বা কেটে গেলে ক্ষতস্থানে পাতা
ঝলসিয়ে প্রলেপ দিলে উপকার পাওয়া যায় ।
৭। কামরাঙ্গা Averrhoa
carambola – হাড় ভাঙ্গাতে এর পাতা থেতলে প্রলেপ দিলে উপকার হয় ।
taken help of the books :
Glimses of Indian Ethnobotany - S. K. Jain 21.
Economic Botany in the Tropics 2nd End - S. L. Kochhar
I Botany for Degree students, Vol - V.
Gymnosperm - P. C. Vashishta 81 Bangladesh Geoscience Journal (Vol - 9 - 2003)
a Bangladesh Journal of Geology Vol - 9. Dhaka - 1990 y Review of palaeobotany
& Palynology 113 (2001) 91 Studies in Palaeobotany - Henry N. Andrews Jr. 1
Cryptogamic Botany - Vol 11 - G. M. Smith.
Post a Comment
Please do not link comment any spam or drive spams content