কাটা, জখম হাড়ভাঙ্গা চিকিৎসায় বাংলাদেশে ব্যবহৃত উদ্ভিদসমুহ
কেটে যাওয়া, জখম হওয়া এবং হাড় ভাঙ্গা সারাতে বাংলাদেশে ব্যবহৃত ঔষধি উদ্ভিদ (Plants used in Bangladesh for healing cuts, wounds and fractured bones)
জখম কাটা স্থান সারানোর ঔষধিঃ  
১। কেশরাজEclipta alba : কাটা স্থানে সতেজ পাতা পিষে প্রলেপ দিলে রক্ত পড়া বন্ধ হয় এবং দ্রুত ক্ষত আরোগ্যো হয়
 গাঁদাTagetes erecta : কাটা স্থানে সতেজ পাতা পিসে প্রলেপ দিলে রক্ত পড়া বন্ধ এবং ঘা শুকিয়ে যায়

৩। দূর্বাঘাসCynodon dactylonদূর্বাঘাস পানি ছাড়া বেটে বা চিবিয়ে কাটা স্থানে বসিয়ে দিলে। রক্তপড়া দ্রুত বন্ধ হয় এবং কাটাস্থান দ্রুত জোড়া লেগে যায়
৪। ক্যালেন্ডুলাCalendula officinalisকোন স্থান কেটে গেলে, আঘাত লেগে ছিন্নভিন্ন হয়ে গেলে ক্যালেন্ডুলা মাদার টিংচার তুলা দ্বারা বাইরে প্রয়োগ করলে রক্ত পড়া বন্ধ করে, বেদনা নাশ করে, কাটাস্থান জোড়া লাগে ক্ষত শুকায় মাদার টিংচার প্রস্তুত প্রনালী : তাজা ফুলের মন্ড ৭০০ গ্রাম স্ট্রং এলকোহল ৪৩৭ গ্রামে রেখে / দিন আলোড়িত করে ফিল্টার করে নিলে ১০০০ সি. সি মাদার টিংচার পাওয়া যায় (তথ্য . আবুল হাসান ঢা.বি.)
৫। আসাম লতাMikania cordata - কাটাস্থানে পাতা কচলিয়ে লাগালে রক্তপড়া বন্ধ হয় এবং কাটাস্থান জোড়া লাগে (তথ্যপার্বত্য চট্টগ্রামঔষধি উদ্ভিদ১ম খন্ড)  
৬। আয়াপানEupatorium ayapana - আয়াপানের পাতা বেটে কাটা স্থানে চেপে বেঁধে দিলে রক্ত পড়া বন্ধ হয়ে যায়। (তথ্য পা. চা ঔষধি উদ্ভিদ ১ম খন্ড)
৭। টগরTabernaemoutana divaricataগাছের ছাল রক্ত পড়া বন্ধ করে
৮। তেতুলTamarindus indicusফলের ছালের গুড়া অতিরিক্ত রক্ত ক্ষরণ বন্ধ করে।।
৯। ত্রিধারা - Tridax procumbens - ক্ষত কাটাছেড়ার রক্তপাত বন্ধ করতে পাতা থেঁতলানো ।
অত্যন্ত কার্যকরী।
১০। কামরাঙা - Averrhoa caramabloaরক্তপাত নিবারণে কামরাঙা অত্যন্ত ফলপ্রসু (তথ্য ভেষজ ঔষধ আব্দুল গণি)
১১। মুন্ডি মুরমুরিয়াSphaeranthus indicusপাতার রস রক্তপাত বন্ধ করে।
১২। পলাশ - Butea monospermaপাতা রক্ত ক্ষরণ বন্ধ করে; ছালের নির্যাস সংকোচক।  
১৩ বন হলুদCurcuma aromatical
১৪ হলুদ - Cucuma longa মচকা ব্যাথায় হলুদেও সাথে চুন মিশিয়ে প্লাস্টার  করে দিলে ব্যাথার। উপশম হয় এবং মচকা ভাল হয়
১৫ মনকাটাXeromphis spinosa ফোড়া বা পায়ের কাটা সাড়ানোর জন্য ব্যবাহার করা হয় ।  
হাড়ভাঙ্গা সারানোর ঔষধি
১। গাদা –Tagetes erecta – ফুল পানিতে ভিজিয়ে লোসনের মত হাড় মচকানো ও ভাঙ্গায় লাগালে  ভাল হয় ।
২। হাড়ভাঙ্গা/হাড়জোড়া লতা -(Cissus quadrangularis – গুড়াকৃত মূল হাড় ভাঙ্গার চিকিৎসায়। অত্যন্ত কার্যকরী । পাতা ও লতা হাড়ভাঙ্গায় পট্টি হিসাবে ব্যবহৃত না করে দুইভাগ হাড় ভাঙ্গার ডাটা, ২ ভাগ গন্ধ ভাদুলির পাতা, ২ ভাগ নিশিন্দার পাতা এবং ১ ভাগ ধুতুরার পাতা একত্রে বেটে মন্ড করে । একটু গরম অবস্থায় ১ দিন পরপর ব্যবহার করলে দ্রুত কাজ হয়
৩। অর্জুন – Terminalia arjuna - সমপরিমান অর্জুন ছাল ও রসুন বেটে হাড় ভাঙ্গা স্থানে প্লাস্টার করলে ভাঙ্গা জোড়া লেগে যায়। সন্ধি হাড় ভেঙ্গে গেলে দুধ ও ঘি এর সাথে অর্জুন ছাল চূর্ণ পান করলেও ভাল উপকার পাওয়া যায় ।
 ৪। চামেলী - Jasmnum grandiflorum - ফুল ও পাতার নির্যাস হাড় ভাঙ্গায় প্রলেপ দেয়া হয় । (তথ্য পা, , ঔষধি উদ্ভিদ ১ম খন্ড) ।
 ৫। নিসিন্দা – vitex negundo : পাতা বাটা হাড় মচকানোর ব্যাথা দূর করে ।
৬। পাথর কুচি – Kalanchoe pinnata - শরীরের কোন স্থান ভেঙ্গে বা কেটে গেলে ক্ষতস্থানে পাতা ঝলসিয়ে প্রলেপ দিলে উপকার পাওয়া যায় ।
৭। কামরাঙ্গা Averrhoa carambolaহাড় ভাঙ্গাতে এর পাতা থেতলে প্রলেপ দিলে উপকার হয় ।
taken help of the books :
Glimses of Indian Ethnobotany - S. K. Jain 21. Economic Botany in the Tropics 2nd End - S. L. Kochhar
I Botany for Degree students, Vol - V. Gymnosperm - P. C. Vashishta 81 Bangladesh Geoscience Journal (Vol - 9 - 2003) a Bangladesh Journal of Geology Vol - 9. Dhaka - 1990 y Review of palaeobotany & Palynology 113 (2001) 91 Studies in Palaeobotany - Henry N. Andrews Jr. 1 Cryptogamic Botany - Vol 11 - G. M. Smith.

Post a Comment

Please do not link comment any spam or drive spams content

Previous Post Next Post