মধুপুর গড়ে  গারো আদিবাসীরা নিজেদের কে মান্দি বলে পরিচয় দিয়ে থাকে । মান্দি শব্দের অর্থ হচ্ছে মানুষ । মান্দিদের মধ্যে এখন যারা বয়স্ক তারা বলেন, মধুপুরে যখন শুধু শালবন আর বহেড়া, গামারী, জাম, জয়না, বেল ইত্যাদি বিভিন্ন গাছ ছিল; তখন শুধু বন গভীর ছিল এখানে কোন রাস্তা ছিল না । বনের মাঝখানে দুভাগ করা রাস্তা ছিল না তখন তারা কোন লেখা পড়ার জানতোনা, কোন স্কুলও ছিল না, যখন মিশনারীরাও মান্দিদের কাছে আসেনি খৃষ্টধর্ম নিয়ে, তারো বহু যুগ আগে থেকেই মান্দিরা ছিল এই বনে ।
গারো আদিবাসী কতৃক ব্যবহৃত ঔষধি উদ্ভিদ
Medicinal Plants used by the Garo Indegenous people


গারোদে স্থানীয় নাম ঃ দোগ্রুকমি, সামকিবান ( বাংলায় নাম ঃসর্পগন্ধা)
উদ্ভিদতাত্তিক নাম ঃ Rauvolfia serpentine
গোত্র      Apocynaceae
প্রাপ্তিস্থান ঃ বাংলাদেশের প্রায় সকল জেলায়, কুতুব ছড়ি, জুরাইছড়ি, মহালছড়ি, মধুপুর গড় ।
ব্যবহৃত অংশ ঃ মূল ।

কার্যকারিতা ও ব্যবহার ঃ এটি উত্তেজনা নাশক, শান্তকারক, শক্তি বর্ধক, ও ক্রিমিনাশক । মূলের রস নিদ্রাকারক ও উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রক । কালাজ্বর নিরাময়ে  ঈশ্বর  মুলের শিকড়ের সাথে সর্প গন্ধের শিকড়ের ব্যবহার উপকারী । পাতার রস চোখের ঝাপ্সা দেখার সমস্যা দূর করে ।   
২। গারোদের স্থানীয় নাম ঃ কাক্ষী, কাক্কুচী (বাংলায় নাম ঃ বন চা)
উদ্ভিদতাত্তিক নাম ঃ Melastoma malabathri cum

গোত্র ঃ Melastomaceae
প্রাপ্তি স্থান ঃ ময়মনসিংহের হলদী ঘাট , দিনাজপুর তেতুলিয়া, পার্বত্য চট্টগ্রাম ও সিলেট 
ব্যবহৃত অংশ ঃ পাতা ও মূল ।
কার্যকারিতা ও ব্যবহার ঃ পাতার রস কাটা ও জখমের স্থানে লাগালে ক্ষতস্থান দ্রুত সের উঠে ।
৩। গারোদের স্থানীয় নাম ঃ সনেরু (বাংলায় নাম ঃ বাদর লাঠি/ সোনালু)
উদ্ভিদতাত্তিক নাম ঃ Cassia fistula

গোত্র ঃ Caesalpiniaceae
প্রাপ্তি স্থান ঃ মধুপুর গড়  সহ সারা বাংলাদেশে ।
ব্যবহৃত অংশ ঃ পাতা ফুল, ফল ও মূল ।
কার্যকারিতা ও ব্যবহার ঃ পাতা ও ফল  কোষ্ঠবধতা, অগ্নি মান্দা, বহুমুত্র , ও নিয়মিত  ঋতুস্ত্রাব নিঃসরনের চিকিৎসায় উপকারী । মূল জ্বর ও হৃদরোগের চিকিৎসায় কার্যকরী ।
 ৪। গারোদের স্থানীয় নাম ঃ তাবি

উদ্ভিদতাত্তিক নাম ঃ Ficus fistulosa
গোত্র ঃ Urticaceae
প্রাপ্তি স্থান ঃ ময়মনসিংহ ও চট্টগ্রাম
ব্যবহৃত অংশ ঃ কান্ডের রস ।
কার্যকারিতা ও ব্যবহার ঃ মাথা ধরার চিকিৎসায় কার্যকরী ।


৫। গারোদের স্থানীয় নাম ঃ মুকা হিমপ্রেথ (বাংলায় নাম ঃ করণ ফল )
উদ্ভিদতাত্তিক নাম ঃ Clausena  heptaphylla
গোত্র ঃ Rutaceae      
ব্যবহৃত অংশ ঃ পাতা 
কার্যকারিতা ও ব্যবহার ঃ পাতার রস প্রচণ্ড মাথা ব্যাথা দূর করতে চিকিৎসায় কার্যকরী 
৬। গারোদের স্থানীয় নাম ঃ রংগ্রী , স্ন্যানগ্রী  (বাংলায় নাম ঃ)
উদ্ভিদতাত্তিক নাম ঃ Vitex peduncularis

গোত্র ঃ Verbenaceae
প্রাপ্তি স্থান ঃ গারো পাহাড় ও মধুপুর গড়   
ব্যবহৃত অংশ ঃ বাকল   
কার্যকারিতা ও ব্যবহার ঃ বাকলের রস কালা জ্বর সারাতে ব্যবহৃত হয় ।

৭। গারোদের স্থানীয় নাম ঃ থেকী সাম্বাক  (বাংলায় নাম ঃ in English brambles)

উদ্ভিদতাত্তিক নাম ঃ Rubus rugosus
গোত্র ঃ Rosaceae
প্রাপ্তি স্থান ঃ গারো পাহাড় ও মধুপুর গড়   
ব্যবহৃত অংশ ঃ ফল 
কার্যকারিতা ও ব্যবহার ঃ ফলের রস ফিস্তুলা ভাল করতে  ব্যবহৃত হয় ।

৮.গারোদের স্থানীয় নাম ঃ দু-চেং-ব্রাপ (বাংলায় নাম ঃ)

উদ্ভিদতাত্তিক নাম ঃ Pegia nitida
গোত্র ঃ  
প্রাপ্তি স্থান ঃ  মধুপুর গড় ও গারো পাহাড়ের পাদদেশ
ব্যবহৃত অংশ ঃ সম্পুর্ণ উদ্ভিদ  
কার্যকারিতা ও ব্যবহার ঃ উদ্ভিদ রস কাটা ও জখম স্থান ড্রেসিং এর সময় ব্যবহার করা হয় । এর দ্বারা ক্ষত স্থান দ্রুত সেরে উঠে ।
৯।।গারোদের স্থানীয় নাম ঃ মিরি, মান্ড্রি  (বাংলায় নাম ঃ)
উদ্ভিদতাত্তিক নাম ঃ Sabia lanceiolata
গোত্র ঃ Sabiaceae 
প্রাপ্তি স্থান ঃ গারো পাহাড় ও চট্টগ্রাম   
ব্যবহৃত অংশ  ঃ পাতা  
কার্যকারিতা ও ব্যবহার ঃ পায়ের টাখনু ও হাতের কব্জির ফোলা জনিত ব্যাথা কমানোর জন্য সেক দেয়া হয় ।

১০ । গারোদের স্থানীয় নাম ঃ থেংখি  (বাংলায় নাম ঃ)
উদ্ভিদতাত্তিক নাম ঃ Zizphus mauritiana
গোত্র ঃ Rhamnacease
প্রাপ্তি স্থান ঃ গারো পাহাড় ও মধুপুর গড়   
ব্যবহৃত অংশ ঃ  গাছের বাকল  
কার্যকারিতা ও ব্যবহার ঃ বাকলের বাকলের রস ডায়রিয়া সারাতে ব্যবহৃত হয় ।
১১ । গারোদের স্থানীয় নাম ঃ দুগিথাং , দুমিগং  (বাংলায় নাম ঃ)
উদ্ভিদতাত্তিক নাম ঃ Gouania tiliaefolia
গোত্র ঃ Rhamnaceae  
প্রাপ্তি স্থান ঃ গারো পাহাড় ও মধুপুর গড়,    
ব্যবহৃত অংশ ঃ পাতা    
কার্যকারিতা ও ব্যবহার ঃ খিচুনী জনিত শরীরের ব্যাথা দূর করতে এর পাতা ভেজানো পানি দিয়ে গোসল করা  হয় ।
১২ । গারোদের স্থানীয় নাম ঃ খেল বিজাক  (বাংলায় নাম ঃ)
উদ্ভিদতাত্তিক নাম ঃ Artemisia nilagiriea
গোত্র ঃ Asteracease (Compositae)  
প্রাপ্তি স্থান ঃ গারো পাহাড় ও মধুপুর গড়,    
ব্যবহৃত অংশ ঃ সম্পুর্ন উদ্ভিদ  
কার্যকারিতা ও ব্যবহার ঃ এজমা সারাতে এ উদ্ভিদ খাওয়া হয় ।  
১৩ । গারোদের স্থানীয় নাম ঃ ফাসিম বিজাক, প্যাশাম (বাংলায় নাম ঃ গন্ধভাদুলিী)
উদ্ভিদতাত্তিক নাম ঃ Paederia foetida 
গোত্র ঃ Rubiacease   
প্রাপ্তি স্থান ঃ মধুপুর গড় সহ ময়মনসিংহ , বর্তমানে বাংলাদেশের প্রায় প্রতি জেলায় ।
ব্যবহৃত অংশ ঃ পাতা    
কার্যকারিতা ও ব্যবহার ঃ বাতের জন্য এটি একটি সুনির্দিষ্ট ঔষধ


Taken help of >>Glimses of Indian Ethnobotany - S. K. Jain 21. Economic Botany in the Tropics 2nd End - S. L. Kochhar<<

1 Comments

Please do not link comment any spam or drive spams content

  1. Its very good to know Garo People use that kinds of plants

    ReplyDelete

Post a Comment

Please do not link comment any spam or drive spams content

Previous Post Next Post