ঘরোয়া উপাদানেই হবে দাঁতের ক্ষয় রোধ

বয়সের সাথে সাথে শরীরে ক্ষয় হওয়াটা স্বাভাবিক। দাঁত ক্ষয় যাওয়ার সমস্যা তার মধ্যে অন্যতম। কিন্তু সে তো অনেক পরের কথা। জীবনযাত্রার নানা সমস্যা, জিহ্বার স্বাস্থ্যের অযত্ন, কিংবা আজেবাজে খাদ্যাভ্যাস থেকেও এমনটা হতে পারে। অনেক সময় শিশুদের ক্ষেত্রেও এই সমস্যা দেখা দেয়৷ যদি সত্যিই নিরাময় পেতে চান, তাহলে ডেন্টিস্টের শরণাপন্ন হওয়া ছাড়া উপায় নেই। তবে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে সবসময় ঘরোয়া কিছু পদ্ধতি অনুসরণ করা যায়। কিন্তু সেগুলো কি? সে নিয়েই আজ আমাদের আলোচনা।

আরো পড়ুন ঃ নাড়ীদের হাড় ক্ষয় অস্টিওআর্থাইট্রিস অস্টিওপরেসিস মেনোপজ ও ক্যালসিয়াম


হলুদ

হলুদ খেলে দাঁত ও মাড়ির অনেক সমস্যা নির্মূল হয়। এমনিতে ক্ষত কিংবা কাঁটার চিকিৎসায় হলুদ ব্যবহার হয়ে আসছে। মূলত হলুদ নানা ধরণের জীবাণু ধ্বংস করতে সক্ষম। তবে সরাসরি হলুদ ব্যবহার না করে পানি মিশিয়ে পেস্ট বানিয়ে নিন। আক্রান্ত দাঁতের উপর সেই পেস্ট লাগিয়ে নিন। অথবা দাঁতের গোঁড়ায় সেই পেস্ট লাগিয়ে নিন। এতে দাঁতের সমস্যা কমে যাবে।

আরো পড়ুন ঃ শিশুর যত্নে কিছু ভুল এবং মারাত্মক প্রভাব

পেঁয়াজ

নিয়মিত খাদ্যতালিকায় পেঁয়াজ রাখতে পারলে দাঁতের সমস্যা কমবে অবশ্যই। আপনার দাঁত ক্ষয়ে যেতে শুরু করলে এক টুকরো পেঁয়াজ দাঁতের সাথে চেপে ধরুন। ফলে দাঁতের গোঁড়ায় অবস্থান নেয়া জীবাণুরা মরে যাবে। আর দাঁতের ক্ষয়ের পেছনে জীবাণুরাই দায়ী।

আরো পড়ুন ঃ ওজন কমাবে দৌড় নাকি স্কিপিং

লবণ

বহুদিন আগে থেকেই লবণ দিয়ে দাঁত মাজার প্রচলন ছিলো। লবণ আর তেল মিশিয়ে দাঁত মাজলে অনেকেই উপকার পান। কথাটা খুব ভুল না। তবে লবণ দিয়ে ঠিক দাঁত মাজতে বলছিনা। প্রথমে এক গ্লাস কুসুম গরম পানিতে এক চামচ লবণ মিশিয়ে নিন। তারপর কিছুটা পানি মুখে নিয়ে মিনিট খানেক রেখে দিন। অবশেষে পানিটুকু কুলকুচি করে ফেলে দিন। এতে দাঁতের গোঁড়ায় থাকা সকল ময়লা বা খাদ্যের কণা বের হয়ে যাবে।

আরো পড়ুন ঃ জরায়ুমুখ ক্যানসার থেকে বাঁচুন

দাঁতের ক্ষয় তো বিভিন্ন কারণেই হতে পারে। তবে আপনাকে সবসময় মুখগহ্বর পরিষ্কার রাখতে হবে। এতে মুখের ভেতর দাঁত সুস্থ থাকবে। পরিস্থিতি খুব বেশি খারাপ না হলে ঘরোয়া এই পদ্ধতিগুলো অবলম্বন করতে পারেন।

clue online Health Doctor 




Post a Comment

Please do not link comment any spam or drive spams content

Previous Post Next Post