মনুষ্য জীবনে অরণ্যের গুরুত্ব কতটা সেই সম্পর্কে মানুষকে সচেতন করতেই গানে গানে ভিন্ন স্বাদের এই অনুষ্ঠান সত্যিই স্বতন্ত্রতার দাবি রাখে।

আন্তর্জাতিক অরণ্য দিবসে (International Forest Day) 
এক ভিন্ন স্বাদের ফরেস্ট মিউজিক ফেস্টিভ্যালের প্রথম সিজন হয়ে গেল চিলাপাতার জঙ্গলে বুক হোমস্টে-র প্রাঙ্গণে । এঁরা প্রত্যেকেই জঙ্গলের আদিবাসী। দীর্ঘ পরম্পরায় এঁদের বাস উত্তরবঙ্গের গ্রামাঞ্চলে জঙ্গল এলাকায়। নিজেদের ভাষায় এঁরা গান বাঁধেন, দল বেঁধে নাচও করেন। ওঁরা উত্তর মেন্দাবাড়ি রাভা ফরেস্ট বস্তির প্রজন্মের বাসিন্দা। পরম্পরা ক্রমে নাচ-গান এঁদের সংস্কৃতির অঙ্গ। রাভা ভাষায় নিজেদের লেখা গান এঁরা পরিবেশন করেন। ডুয়ার্স ঘুরতে গেলে অনেক পর্যটক ওঁদের গান শোনেন। নাচের সঙ্গ হিসেবে থাকে নিজেদের তৈরি করা বাদ্যযন্ত্রের ব্যবহার।



১ মার্চ আন্তর্জাতিক অরণ্য দিবসে (International Forest Day) পালিত হল ‘ফরেস্ট মিউজিক ফেস্টিভ্যাল’ এর প্রথম সিজন।

এই অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল রাভা জনগোষ্ঠীর সঙ্গীত পরিবেশন। উজ্জ্বল রাভা বললেন,’ আমি ঢোল বাজাই। এই ঢোলকে আমাদের ভাষায় হেম বলে। কাঠের তৈরি এই বাদ্যযন্ত্র আমাদের পরম্পরায় ব্যবহৃত হয়। প্রসঙ্গ টেনে বেলসি রাভা জানান,’ আমরা পর্যটকদের নিজস্ব গান পরিবেশন করে থাকি। নিজেদের ভাষায় গান করি। এতে মূলত মাছ ধরার গান, যুদ্ধের গান, আমাদের জীবনের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত নানা কার্যকলাপ গানের বিষয়বস্তু। আমরা এই দলের নাম দিয়েছি খুশি কালচার ক্লাব।”

READ MORE রাবার চাষের ফলে মধুপুর ও চট্টগ্রামের প্রাকৃতিক বন, শালবন, প্রাণবৈচিত্র ধবংস হয়ে গেছে বিভিন্ন রিপোর্টে তথ্য


এছাড়াও কলকাতা এবং উত্তরবঙ্গের নানা জায়গার একঝাঁক তরুণ শিল্পীরা এই মিউজিক ফেস্টিভ্যালে (International Forest Day) অংশগ্রহণ করেন। ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীত কখনও বাঁশিতে, কখনও আবার রবীন্দ্রসঙ্গীতের সুর সেতারে, আবার কখনও বিদেশি সিম্পনি বেহালায় ধ্বনিত হয়। আর ছিল মন ছোঁয়া গান।


READ MORE যে বনে গাছ নেই এখন এলাকাবাসী ব্যবহৃত এন্টীবায়োটিক চরম স্বীকার

  সুরে,সুরে উদযাপিত হল ভিন্ন ধারার সংস্কৃতি। প্রথমবার জঙ্গলে (International Forest Day) নতুন প্রতিভার সন্ধানে এই ধরনের অনুষ্ঠানের আয়োজন নিঃসন্দেহে প্রশংসনীয় । মনুষ্য জীবনে অরণ্যের গুরুত্ব কতটা সেই সম্পর্কে মানুষকে সচেতন করতেই গানে গানে ভিন্ন স্বাদের এই অনুষ্ঠান সত্যিই স্বতন্ত্রতার দাবি রাখে।

আমাদের লেখা আপনার কেমন লাগছে ও আপনার যদি কোন প্রশ্ন থাকে তবে নীচে কমেন্ট করে জানান । আপনার বন্ধুদের কাছে পোস্টটি পৌঁছে দিতে দয়া করে শেয়ার করুন ।   কোন সাজেশন থাকলে নির্ধিদায় আমাদের কে জানান, কমেন্টস করুন । পুরো পোস্ট টি পড়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ  ।

Post a Comment

Please do not link comment any spam or drive spams content

Previous Post Next Post