কিডনী রোগ নিরুপনের জন্য বা সতর্ক হতে সাধারণত কি কি টেস্ট বা পরীক্ষা করতে হবে ? 


কিডনী রোগ নিরুপনের জন্য বা সতর্ক হতে সাধারণত কি কি টেস্ট বা পরীক্ষা করতে হবে ?


কিডনী রোগ নিরূপণের জন্য বা সতর্ক হতে নিম্নোক্ত টেস্ট বা পরীক্ষাগুলো করা উচিত :-

Urine Routine Test(RME) and 24 Hours UTP(urinary total protien test) :- ইউরিন রুটিন মাইক্রোস্কোপিক পরীক্ষা করা উচিত যার মাধ্যমে বোঝা যায় ইউরিনে কোনো ইনফেকশন এর সিগন্যাল আছে কিনা বা ইউরিনে এলবুমিন বা প্রোটিন যাচ্ছে কিনা যা কিডনী রোগের চিহ্ন হিসেবে ধরা হয়। অনেক সময় ইউরিনে এলবুমিনের বা প্রোটিনের পরিমাণ এত কম আসে যে সাধারণ রুটিন মাইক্রোস্কোপিক পরীক্ষায় ধরা নাও পড়তে পারে তাই তখন চিকিৎসক মাইক্রোএলবুমিন বা ২৪ ঘন্টায় কি পরিমান মূত্রে প্রোটিন যাচ্ছে তা জানার জন্য টেস্ট দিতে পারে যা ২৪ ঘন্টা ধরে একটি জারে ইউরিন ধরে বা জমিয়ে রেখে তা পরীক্ষা করতে দিতে হয়।

 READ MORE: সম্পূর্ণ বিনামূল্যে শুরু হয়েছে ট্রান্সপ্ল্যান্ট

 Serum Creatinine with eGFR & Urea/BUN :- কিডনীর সক্ষমতা বা কার্যক্ষমতা বা কতখানি আক্রান্ত তা বুঝতে রক্তের সিরাম ক্রিয়েটিনিন উইথ গ্লুমেরুল ফিল্ট্রেশন রেট এবং ইউরিয়া টেস্ট করা হয়। আপনি কিডনী রোগে আক্রান্ত হয়ে থাকলে তা কোন স্তরে আছে তা জানার জন্য সিরাম ক্রিয়েটিনিন উইথ জিএফআর টেস্টটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।



 kidney Ultrasound (USG) :- কিডনীতে কোনো পাথর বা সিস্ট আছে কিনা, টিউমার বা মূত্রতন্ত্রের সমস্যা বুঝতে বা কিডনীর আকার আকৃতি ইত্যাদি নিরূপণের জন্য আলট্রাসাউন্ড একটি উল্লেখযোগ্য পরীক্ষা।

READ MORE: What is Kidney কিডনী রোগের লক্ষণ কি কি এবং কিভাবে বুঝবো আমি কিডনি রুগী

CBC,ELECTROLYTES(etc) :- কিডনী রোগের আনুষঙ্গিক জটিলতা দেখতে রক্তের সিবিসি,হিমোগ্লোবিন, ইলেকট্রোলাইটস,ক্যালসিয়াম, ফসফেট ,পিটিএইচ, ভিটামিন ডি ইত্যাদির পাশাপাশি নিয়মিত রক্তে সুগার এবং রক্তচাপ মাপা এবং নিয়ন্ত্রণ জরুরি।

READ :কিডনি পাথর থেকে বাঁচতে চাইলে এড়িয়ে চলুন

 উপরোক্ত টেস্টগুলো ছাড়াও আপনার কিডনী রোগ ধরা পড়ার পর আপনার নেফ্রোলজিস্ট প্রয়জননানুসারে টেস্টের পরিধি বাড়াতে বা কমাতে পারে তাই কিডনী রোগ হতে সতর্ক হতে একজন নেফ্রোলজিস্টের শরণাপন্ন এবং তার নির্দেশমতো মেনে চলা উচিত।

READ: শিশুকাল থেকেই কিডনী রোগ প্রতিরোধে সজাগ সতর্ক থাকতে হবে নিতে হবে কঠিন ব্যবস্থা Kidney Disease prevent from childhood

আমাদের লেখা আপনার কেমন লাগছে ও আপনার যদি কোন প্রশ্ন থাকে তবে নীচে কমেন্ট করে জানান । আপনার বন্ধুদের কাছে পোস্টটি পৌঁছে দিতে দয়া করে শেয়ার করুন ।   কোন সাজেশন থাকলে নির্ধিদায় আমাদের কে জানান, কমেন্টস করুন । পুরো পোস্ট টি পড়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ  ।




Post a Comment

Please do not link comment any spam or drive spams content

Previous Post Next Post