মধুপুর গড়ে ২৫ মাইল বাজারে বসবাসকারী মিঃ প্রদীপ চন্দ্র বিশ্বাস বিনা টাকা পয়সা উন্নত সুচিকিৎসা সেবে নিয়ে ফিরলেন জলছত্র ২৫ মাইল বাজারে নিজ বাড়ীতে বিখ্যাত শ্রী সত্য সাই ইন্সটিটিউট অফ মেডিকেল সাইন্স বেঙ্গালোর ভারত বর্ষ থেকে । বাড়িতে বসে ও পথে চলতে চলতে কথা হল তার সাথে । মধুপুর গড়কে দেওয়া এক সাক্ষাতকারে তিনি বছিলেন " এমন অনেক রোগী আছেন যারা অনেক জায়গায় চিকিৎসা করে ব্যার্থ হয়েছেন তারা এখানে এসে ভিড় জমান উন্নত ভালো চিকিৎসা নেবার জন্য তাও আবার একদম বিনামূল্যে । আমি গত বছর ২২ নভেম্বর ২০২০ খ্রীঃ গিয়েছিলাম তখন ডাক্তার এর জন্য অপেক্ষা করছিলাম ঠিক ঐ সময় দেখতে পেলাম যে দু জন বাবা মা এক অসুস্থ শিশুকে নিয়ে বসে আছেন। কথা প্রসঙ্গে আলাপ পরিচয় এবং শিশুটির কি হয়েছে প্রশ্নের জবাবে উনারা আমাকে বললেন শিশুটির   ব্রেইন স্ট্রোক হয়েছিল, তার পর থেকেই সম্পুর্ন শরীর অবশ । এক কথায় বিকলাংগ হয়ে গিয়েছে । অনেক জায়গায় চিকিৎসা করিয়েছি কিন্তু ভালো হচ্ছেনা । নিরুপায় হয়ে এখানে আসলাম আর শুনেছি এখানে নাকি অনেক ভালো চিকিৎসা হয় বিনামূল্যে তাই এসেছি । আমি বললাম প্রথম নাকি ? উনারা আমায় বলল না এটা দ্বিতীয় টাইম । প্রথম অপারেশন শিশুটির সফল হয়েছে , এখন সে কথা বলতে পারছে, ডান পাশের অংশ গুলো নাড়াচাড়া করতে পারছে । এখন ডান দিকে অপারেশন হলে বাম দিকও নাড়াচাড়া করতে পারবে তাই এসেছি আবারো । আমি বললাম ভালো হয়েছে।" এমনি বিভিন্ন চিকিৎসা সেবা নেওয়া রোগীর সাথে কথা হয়েছে অবলিলায় মধুপুর গড় কে বললেন ।
বিনামূল্যে চিকিৎসা সেবা দিচ্ছেন SRI SATHYA SAI Institute of Medical Sciences of Bangalore India. তিনি বলছিলেন যে কোন জায়গায় চিকিৎসা না করে প্রথমবার ডক্তার দেখানোর জন্য গেলে সেখানে চিকিৎসা হবেনা । কারণ সেখানে তাদের কে চিকিৎসা করা হয় যাদের অনেকবার চিকিৎসা করে ভালো হচ্ছেনা তাদেরকেই শুধুমাত্র চিকিৎসা করা হয় । সেখানে চিকিৎসা করতে গেলে অবশ্যয় পূর্ববর্তী  চিকিৎসার সকল কাগজপ্ত্র সংগে নিতে হবে, বেশীরভাগ রোগী সেখানে অপারেশনের জন্য আসে তাই মুখ্য অভিবাবককেও সঙ্গে নিয়ে যেতে হবে । যাকে মেডিকেল এটেন্ডেন্ট বলে, তাই অবশ্যয় এই দুই বিষয় অনেক গুরুত্ব দিয়ে চিকিৎসার উদ্দেশ্যে যাত্রা হলে ভালো হয় । Sri Sathya Sai হসপিতাল অনেক উন্নত এবং এদের পরীক্ষার যন্ত্রগুলিও অনেক উন্নত। আমার যখন বিনামুল্যে এম আর আই করলো তখন মেশিনে যে পরীক্ষা হলো দেকতে পেলাম অনেক উন্নত এবং অনেক ভালো । খাবার দাবার বিশেষ করে হস্পিতালের ভিতর অনেক ভালো । উনি বলছিলেন " আমি যে খাবার সকালের নাস্তা বাইরে খেতে গেলে প্রায় ১০০ রুপি লাগবে সেতা হাসপাতালের ভিতর মাত্র ২০ রুপি ঠিক দুপুরের খাবারো একি দাম ২০ রুপি যা কিনা বাইরে খেতে গেলে লাগবে ২০০ রুপি । 

মেডিসিন একদম ফ্রী ততক্ষন যতক্ষন হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় অবস্থান করা হবে । অপারেশনের পর হাসপাতাল থেকে রিলিজ হলে বাইরে আসলে পর যে মেডিসিন লাগবে তা কিন্তু নিজ খরচে সকল মেডিসিন ক্রয় করতে হবে । অপর দিকে ডাক্তার দেখানো একদম ফ্রী । এর পর যদি পরীক্ষা নিরীক্ষা লাগে হাস্পাতালে তবুও ফ্রী। শুধু মাত্র মেডিসিন টা হাসপাতালের বাইরে আসলে নিজ খরচে ক্রয় করতে হয় ।  হাসপাতালে রোগী অপারেশন এর জন্য ভর্তি হলে রোগীর সাথে শুধুমাত্র একজন রাতে থাকতে পারবে ।

যতক্ষন পর্যন্ত আপনি ভর্তি হচ্ছেন না অপারেশনের জন্য ততক্ষন পর্যন্ত বাইরে হোটেল বা হোটেলের মত বাসা ভাড়া পাওয়া যায় দিন হিসেবে সেখানটাই থাকতে হবে। উনি উনার কথা বললেন যে উনারা বাসা ভাড়া পাওয়া যায় সেখানে ছিলেন । বাসা ভাড়া পাওয়া যায় এমন রুমে ৪-৫ জন থাকা যায় অনায়াসে, প্রতি দিন ভাড়া ৩০০ রুপি । এর পর খাবার দাবার জন্য হাড়িপাতিল পাওয়া যায় প্রতিদিন ৫০ রুপি এবং গ্যাস লিটার হিসেবে কিনতে হয় ৮০ বা ৯০ টাকা রুপি । 

For watch the video direct the patients live show what Mr Prodip Candra Biswas talks in live video links is here FREE Treatment taken 25 miles living Mr Prodip Biswas for Sri Sathya Sai Institute of Higher Medical Bangalore India  

Address Details are here  

SRI SATHYA SAI, Institute of Higher Medical Sciences EPIP Area White Field 

Bangalore Ph: + 918028004600/4442

FAX: +91802828411502

****************************************************************************


Post a Comment

Please do not link comment any spam or drive spams content

Previous Post Next Post