শুধু একজন ছেলে না মেয়ে উভয়ের প্রয়োজন জাইঙ্গা সঠিক নিয়মে পালটানো । জাইঙ্গা আন্ডার ওয়ার পড়া এমনকি পেন্টি পড়াও খুবই জরুরী। লজ্জায় মুখ থুবড়ে বসে পড়ে থাকলে হবে না সঠিক নিয়ম মেনে   চলতে হবে । প্রতিদিন গোসল করার মতো নিয়ম করে জাইঙ্গা পালটানো অনেক জরুরী । চিকিৎসকরা জানিয়েছেন দিনে ০২ দুবার নিয়ম করে জাইঙ্গা পালটানো উচিত । বিশেষ করে শীতকালে অনেক ছেলে ও মেয়ে আছেন পরিবর্তন করে না বা করতে চান না । সমীক্ষায় পরীক্ষায় দেখা গিয়েছে কুড়ি হাজার জনের মধ্যে ৫০ শতাংশ অন্তর্বাস পরিবর্তন করে না । জাইঙ্গা পরিবর্তন সঠিকভাবে করছে না অনেকেই তার ফলে বিপদ আসছে অনেক বেশী । 

এইতো কয়েকদিন হলো আমেরিকার "ন্যাশনাল ইন্সটিটিউট ফর হেলথ এন্ড ক্লিনিক্যাল এক্সেলেন্স" একটি লাইফস্টাইল পরীক্ষা ও গবেষণা থেকে এমন পরীক্ষিত তথ্য   জানিয়েছেন । জাইঙ্গা নিয়ে অনেক পরামর্শ দিয়েছেন আমেরিকার ইন্সটিটিউট । 

আমাদের সকলের জেনে নিতে হবে কি কি করতে হবে 

জাইঙ্গা বা  অন্তরবাস ঢিলেঢালা ও সুতির হতে হবে । জাইঙ্গা পরিষ্কার হতে হবে । 

হাল্কা রঙের জাইঙ্গা ভালো কারণ ময়লা হলে যেন সহজে বোঝা যায় । 

আটোসাটো জাইঙ্গা ব্যাবহার করা উচিত একদমি নয় । বয়োসন্ধির সময়ে । কারণ এই সময়ে পুরুষাংগ বিকাশ ঘটে । 

প্রতিদিন জাইঙ্গা পরিবর্তন করা উচিত বিশেষ করে যারা বেশী ঘামেন এবং বেশী সময় ধরে বাইরে অবস্থান করেন । 

পুরুষাংগ, অন্ডথলিতে দুর্গন্ধ ঘা, উরুসন্ধিতে এমনি ইনফেকশনো হতে পারে  যদি জাইঙ্গা অপরিষ্কার থাকে । 

পুরুষত্বহীনতা হয়ে যায় অনেকে ক্ষেত্রে পলিস্তার বা সিন্থেথিক উপকরেনে তৈ্রি জাইঙ্গা পরিধান করলে । 

জাইঙ্গা নিয়ে বেশী সতর্ক থাকা উচিত তরুন তরুনীদের ।

রাতে ঘুমানোর আগে জাইংগা পরে ঘুমানো উচিত নয় । এতে শুক্রাণু উৎপাদন ব্যহত হয় । 


 সূত্র -জিনিউজ 


Post a Comment

Please do not link comment any spam or drive spams content

Previous Post Next Post