Coronavirus reinfection : একাধিকবার করোনা আক্রান্ত হচ্ছেন? এর জেরে নিঃশব্দে শরীরে কী কী বিপদ হচ্ছে জানেন?

Coronavirus reinfection : যাঁরা একাধিকবার করোনা আক্রান্ত হচ্ছেন, তাঁদের শরীরে দীর্ঘমেয়াদি প্রভাব ফেলতে পারে এই ভাইরাস।



সারা বিশ্বের বহু মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। কেউ একবার, কিন্তু কেউ আবার একাধিক বার আক্রান্ত হয়েছেন। এমন মানুষও আছেন যাঁরা প্রতিটি করোনা ওয়েভেই আক্রান্ত হচ্ছেন। করোনা এমনিতেই গভীর প্রভাব ফেলে শরীরে। বিশেষ করে যাঁরা একাধিকবার করোনা আক্রান্ত হচ্ছেন, তাঁদের শরীরে দীর্ঘমেয়াদি প্রভাব ফেলতে পারে এই ভাইরাস।

READ MORE: কোলেস্টেরল বাড়ায় হার্ট অ্যাটাক, স্ট্রোকের ঝুঁকি! সাবধান হন, এই ৫টা খাবার কোলেস্টেরল কমায়

প্রত্যেকের শরীরে ইমিয়ুন সিস্টেম থাকে। একাধিক বার করোনা আক্রান্ত হলে সেই ইমিয়ুন সিস্টেম অর্থাৎ রোগ প্রতিরোধ ক্ষমতা ক্ষতিগ্রস্ত হয়। বলছে ইউনিভার্সিটি স্কুল অফ মেডিসিনের একটি গবেষণা।

যাদের উপরে গবেষণা করা হয়, তাঁদের মধ্যে ২৫৭,৪২৭ জন একবার করোনা আক্রান্ত হয়েছে। ৩৮,৯২৬ জন একাধিকবার করোনা আক্রান্ত হয়েছেন।

যারা একাধিক বার আক্রান্ত হয়েছেন, তাদের মধ্যে ১২.২৯ শতাংশ দুবার আক্রান্ত হয়েছেন। ০.৭৬ শতাংশ তিনবার আক্রান্ত হয়েছেন এবং ০.০৮ শতাংশ চার বার বা তার বেশিও আক্রান্ত হয়েছেন।

READ MORE: ইউরিক অ্যাসিডের মাত্রা কীভাবে কমাবেন

দেখা যাচ্ছে প্রতিবার আক্রান্ত হওয়ার মাঝে ৬৫ থেকে ৭৯ দিন পর্যন্ত সময় যাচ্ছে। যারা একবার আক্রান্ত হয়েছেন তাঁদের ঝুঁকি কম। কিন্তু একাধিকবার হলেই ঝুঁকি বাড়ছে।

আরও একটি বিষয় দেখা যাচ্ছে গবেষণায়, ডেল্টা বা আলফার থেকে ওমিক্রনের বার বার আক্রমণ করার ক্ষমতা বেশি।

যাঁরা করোনা আক্রান্ত একাধিকবার হচ্ছেন তাঁদের কার্ডিওভাসকুলার বা হার্টের অসুখের সম্ভাবনা বেশি থাকে। রক্ত জমাট বেঁধে যাওয়ার ঝুঁকিও থাকে বেশি।

READ MORE: নিজের কীডনী রোগ আছে কিনা কিডনী রোগ নিরুপনের জন্য সাধারণ পরীক্ষা চলুন জেনে নেই

বার বার করোনা আক্রান্ত হলে ফুসফুসও অনেকটা ক্ষতি হয়। এছাড়া কিডনির অসুখ বা নিউরোলজিকাল সমস্যা দেখা যাচ্ছে যাঁরা একাধিকবার আক্রান্ত হচ্ছেন। হাড় ও পেশীর স্বাস্থ্যও ক্ষতিগ্রস্ত হয় একাধিকবার করোনা আক্রান্ত হলে।

এখানেই শেষ নয়। করোনা আক্রান্ত হলে অনেকের মধ্যেই ডায়াবিটিস দেখা যাচ্ছে। একাধিক বার আক্রান্ত হলে মানসিক স্বাস্থ্যও বিপর্যস্ত হচ্ছে বহু মানুষের মধ্যে।

READ MORE: ওষুধ খেয়েও কমছে না উচ্চ রক্তচাপ? এই জিনিসগুলো মেনে চলুন, ম্যাজিকের মতো কাজ হবে

গবেষণা বলছে, হার্ট অ্যাটাক, হার্ট ফেলিওর বা স্ট্রোকের ঝুঁকি ৫০ শতাংশ বেড়ে যাচ্ছে একাধিক বার করোনা আক্রান্ত হলে। বিশেষ করে একাধিক বার করোনা আক্রান্ত হওয়ার পরেও পর্যাপ্ত পরিমাণে শারীরিক ও মানসির বিশ্রাম না হলে সমস্যা আরও গুরুতর হতে পারে।

Post a Comment

Please do not link comment any spam or drive spams content

Previous Post Next Post