বিদ্যুতের ঝলক এসে চিরে দিয়ে গেল আস্ত গাছ! দেখুন বজ্রপাতের সাংঘাতিক সেই ভিডিও 



বৃষ্টি হলে গাছের নীচে দাঁড়াতে নেই, গুরুজনরা বরাবরই এই পরামর্শ দিয়ে থাকেন। গাছের উপরেই বাজ (Lightening) পড়ে সবচেয়ে বেশি, তাই বর্ষায় গাছের নীচে আশ্রয় নৈব নৈব চ।

READ MORE: হেঁচকি বন্ধ করা থেকে ডায়াবেটিস নিয়ন্ত্রণ-আমপাতার এই গুণগুলো জানতেন?

গাছের মাঝে বজ্রপাতের সেই ভয়াবহতা এবার চাক্ষুষ করার সুযোগ মিলল। ভাইরাল (Viral Video) হল গাছের উপর বাজ পড়ার রোমহর্ষক ভিডিও।

সম্প্রতি বজ্রপাতের একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। সেখানে দেখা যাচ্ছে কাঁচের বাইরে অবিরাম বৃষ্টি পড়ছে। ভিজছে গাছপালা (Tress)। হঠাৎ একটি লম্বা সরু গাছের ঠিক মাথায় সশব্দে বাজ পড়ল। আগুনের ফলা এসে যেন ফালাফালা করে দিয়ে গেল গাছটাকে। প্রকৃতির এমনই এক রুদ্র রূপ বন্দি হয়েছে ক্যামেরায়।

READ MORE: চায়ের সঙ্গে বিস্কুট খাওয়ায় বড় বিপদ, কী কী ক্ষতি হতে পারে? যা বলছেন বিশেষজ্ঞরা



এমনভাবে কোথায় গাছের উপর বাজ পড়েছে তা এখনও জানা যায়নি। সোশ্যাল মিডিয়ায় কেবল ছড়িয়ে পড়েছে ভিডিওটি। অজস্র মানুষ ভিডিওটি দেখছেন, আরও বেশি করে ছড়িয়ে দিচ্ছেন।

Read More: ওষুধ খেয়েও কমছে না উচ্চ রক্তচাপ? এই জিনিসগুলো মেনে চলুন, ম্যাজিকের মতো কাজ হবে

কমেন্ট বক্সে কেউ কেউ মন্তব্য করেছেন, ঝড়বৃষ্টির সময় গাছের নীচে দাঁড়ানো সবচেয়ে বিপজ্জনক। কেউ আবার লিখেছেন, দুর্বল এই গাছটায় আর কোনওদিন নতুন পাতা গজাবে না। নেটিজেনদের কেউ আবার উপদেশের সুরে বলেছেন এই জন্যেই বৃষ্টি হলে গাছের নীচে কখনও দাঁড়াতে নেই।

আমাদের লেখা আপনার কেমন লাগছে ও আপনার যদি কোন প্রশ্ন থাকে তবে নীচে কমেন্ট করে জানান । আপনার বন্ধুদের কাছে পোস্টটি পৌঁছে দিতে দয়া করে শেয়ার করুন ।   কোন সাজেশন থাকলে নির্ধিদায় আমাদের কে জানান, কমেন্টস করুন । পুরো পোস্ট টি পড়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ  ।



Post a Comment

Please do not link comment any spam or drive spams content

Previous Post Next Post