একটা দেখছেন? এই ছবিতে কিন্তু দুটো বাঘ আছে… আরেকটা কোথায় বলুন তো
এখন মানুষের অবসর কাটানোর অন্যতম মাধ্যম হয়ে উঠেছে অপটিক্যাল ইলিউশন (Optical Illusion)বা ছবির ধাঁধা সমাধান করা। প্রায় নিত্যদিনই নতুন নতুন অপটিক্যাল ইলিউশন জায়গা করে নেয় মানুষের মনে। কেন? কী আছে? কোথায়? এই সব প্রশ্নের উত্তর খুঁজতে থাকেন নেটিজেনরা।
অপটিক্যাল ইলিউশন (Optical Illusion) শুধুমাত্র আপনার পর্যবেক্ষণ ক্ষমতার পরীক্ষা নেয় তা নয়, পাশাপাশি আপনার চারিত্রিক বৈশিষ্ট্যেরও আভাস দেয়। বোঝা গেল না? বিশেষজ্ঞদের মতে, এইসব ছবির মধ্যে লুকিয়ে থাকা ধাঁধা বলে দেয় আপনি কেমন মানুষ। আপনার চারিত্রিক গুণ ও দোষ কী।
READ MORE: হিমালয়ে লুকিয়ে বিশুদ্ধ আর্যদের গ্রাম! ইউরোপ থেকে আসেন রহস্যময়ী নারীরা!
তবে সম্প্রতি ভাইরাল হওয়া এক অপটিক্যাল ইলিউশন (Optical Illusion) আপনার কাছে আপনার নিজের পর্যবেক্ষণ ক্ষমতাকে চ্যালেঞ্জ করবে। বলে দেবে, আপনি কতটা দূরদর্শীসম্পন্ন মানুষ। ছবির মধ্যেই লুকিয়ে আছে এমন একটি জিনিস যা খুঁজে পেতে বেশ বেগ পেতে হবে। অনেকে আবার সহজেই উত্তর খুঁজে পেয়েছেন। দেখা আপনি কী করেন?
এবার আসা যাক নতুন অপটিক্যাল ইলিউশনটির কথায়। আপনি যে ছবিটা দেখতে পাচ্ছেন তাতে জঙ্গলে এক দৃশ্যের। সেখানেই আপনার দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে হলুদ কালো ডোরাকাটা একটি বাঘ। এখানেই ছবির আসল টুইস্ট।
আপনাকে খুঁজে বার করতে হবে এই ছবির মধ্যেই লুকিয়ে আছে আর একটি ‘বাঘ’! অবাক হলেন? খুঁজে পাচ্ছেন না? ভাল করে ছবির দিকে তাকান বুঝে যাবেন কোথায় লুকিয়ে আছে বাঘটি। বিশেষজ্ঞদের কথায়, যাঁরা এই লুকিয়ে থাকা বাঘটি যত তাড়াতাড়ি খুঁজে বের করতে পারবেন তাঁরা তুখোড় পর্যবেক্ষণ ক্ষমতার অধিকারী।
READ MORE: সারগ্যাসো সাগর, পৃথিবীর একমাত্র সমুদ্র যার কোনও কূল কিনারাই নাকি নাই, তীর নেই
কী এখনও পেলেন না? আসুন একটু সাহায্য করা যাক। আপনি যদি জঙ্গলের মধ্যে বাঘটি খুঁজতে চান তাহলে তা কখনই পাবেন না। কারণ দ্বিতীয় বাঘটি জঙ্গলের মধ্যে নেই।
READ MORE:রান্নায় বাড়তি স্বাদ আনতে তেজপাতা দিয়ে বিপদ ডেকে আনছেন না তো? চরম ক্ষতির পথে হাঁটছেন!
তাহলে? দ্বিতীয় বাঘটি লুকিয়ে আছে ছবিতে দেখতে পাওয়া বাঘের গায়েই! হ্যাঁ, ঠিকই পড়েছেন। ওই বাঘের গায়ে ভালো করে লক্ষ্য করুন। বাঘটি লুকিয়ে আছে ডোরাকাটা অংশের মধ্যে! পেলেন? হ্যাঁ, ওই ডোরাকাটা অংশের মধ্যেই লেখা আছে ‘The Hidden Tiger’! বাঘের গলার কাছ থেকে পা পর্যন্ত বিস্তৃত ডোরাকাটা অংশের মধ্যেই ইংরেজিতে লেখা আছে কথাটি।
Post a Comment
Please do not link comment any spam or drive spams content